আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, শায়খ।
আমার প্রশ্ন হলো হাজবেন্ডের স্ত্রীর প্রতি গায়রত কেমন হওয়া উচিত?
আমি আর আমার হাজবেন্ড একবার ট্রেনে যাওয়ার সময় তিন সিট ওয়ালা যেদিকে সেখানের দুটা সিট নিই,আমি ভিতরে, তারপর আমার হাজবেন্ড বসেন তারই পাশে একজন পরপুরুষ ও বসেন,আমার হাজবেন্ড তখন আমায় রেখে কিছু সময়ের জন্য ওয়াশরুমে যায় প্রয়োজনে। তখন আমি আর ওই পরপুরুষ বসা ছিলাম মাজখানের সিটটা খালি ছিল।। আমরা দুজনেই প্রাকটিসিং,রবের আদেশ মেনে চলার চেষ্টা করি,কিন্তু আমি খুবই কস্ট পাই তার বেগায়রতপুর্ন এমন আচরনের জন্য,আমি তার থেকে আশা করেছিলাম সে আমায় নিয়ে যাবে, ওই মুহুর্তে আমি আরো নিকাব খুলে উপর থেকে এক্টা বড় কাপড় ফেলে খাচ্ছিলাম,এর আগে গুমানো ছিলাম কিছু সময়, যার জন্য চোখেও ভালো দেখতেছিলাম না, আমি বার বার বলতে ছিলাম আমায় রেখে যাবেন না, এক্টু অপেক্ষা করলে নিকাবটা দিয়ে তার সাথে যেতাম, দিতে তো সময় লাগবে,শুনে নি,রেখেই চলে গেছে,আমি খুবই কস্ট পাইছি, কান্না করে দিছি,আর সে এই কস্ট পাওয়া দেখে হাসে আর তার কাছে এটা কোন বিষয়ই না, রিকশায় একা চল্লে তো সামনে রিকশায়ালা থাকে তখন যাই কিভাবে এই বলে হাসে,বলে"আরে আমি তো বাথরুমে গেছিলাম, ঘুরদে তো যাই নি,আমি বলি আপনি যে রেখে গেলেন এক্টা পুরুসের পাশে কেমনে পারলেন, বলে কই মাজখানের সিট তো খালি ছিলো,আমি যদি একদম বের হওয়ার দিকের সিটে থাকতাম আমি উঠে চলে যেতাম কিন্তু আমি বসছি একদম কোনার সিটটায় তারপর আবার নিকাব খুলা, উপর থেকে কাপড় ফালানো চোখে তেমন ভলোও দেখতেছিলাম না,
সে যে কাজটা করছে সে মানতেই নারাজ যে সে গুনাহ করছে,
আসলেই কি সে যে কাজ টা করছে এটা গুনাহ হয়নি?স্ত্রীকে কষ্ট দিয়ে গায়রত হীন কাজ করছে তার কি উচিত না সতর্ক হওয়া এক্ষেত্রে,?