আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। আমি বাচ্চা হওয়ার ৪০ দিন পর পবিত্রতা অর্জন করে নামায শুরু করি। ৫০ তম দিনে স্বামীর সাথে মিলিত হই। পরদিন ইমার্জেন্সি পিল খাই। এখন ৫৬ তম দিন থেকে হালকা ব্লিডিং হচ্ছে। আমি কি নামায চালিয়ে যাবো?
উল্লেখ্য যে, আমার নিয়মিত মাসিক শুরু হয় নি এখনো। এই ব্লিডিং সম্ভবত ইমার্জেন্সি পিলের কারণে হয়েছে।