ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَتُ اللّٰهِ وَبَرَکَاتُُهُ
আমার এক চাচত বোনের জিনে জাদু বান এর সমস্যা আছে। ওর সাথে সম্পর্কিত আমাদের কিছু ঘটনাও আছে। ওকে নিয়ে দুটো স্বপ্ন দেখি...
১ম...মারসুস ওস্তাযের রুকিয়া রিলেটেড ক্লাস হওয়ার কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখি। আমাদের বাসায় ওই বোনটা আসছে। আমার মা আর বড় বোন সাথে আছে। আমরা একটা টেবিলে রাউন্ড হয়ে বসে গল্প করচি। এ সময় ওর উপর আসর করে। কথার ধরনে সেটা আমি বুঝতে পারি। তখন আম্মু আপুকে ইশারা দিয়ে তিন কুল পড়তে বলি। আর আমি জোরে জোরে তিন কুল পড়া শুরু করি। এরপর এমন হলো যে ওর থেকে ব্যাঙের মতো ছোটো কালো একটা কী যেন বের হয়ে আসে। আর সেটা আমি হাতের মুঠোয় করে রাখি৷ তারপর এটা কী আর এটার কী ব্যবস্থা করতে হবে তার জন্য মসজিদের উদ্দেশ্য রওনা হই৷ তারপর ঘুম ভেঙে যায়।
২য়...ওই বোন আমাদের বাসায় আসছে।ভর্তির জন্য বা কোন কাজে। ওর কোন এক আচরনে মনে হলো ওকে এবার এখানে কোথাও রুকিয়া করতে নিয়ে যাবো ধরে বেধে হলেও।তো সবাই কৌশলে রওনা হবো। ও সেটা বুঝতে পারে।আর সাথে সাথে ওর উপর ভর করে। সেটা আমি ওর আচরনে বোঝার সাথেই আউযুবিল্লাহ বলে আয়াতুল কুরসি তিন কুল পড়া শুরু করসি আর ওর হিংস্রাত্মক আচরন শুরু হয়। পরে একটা রুমে বসে আমাদের সাথে গল্প করে। আমি জিগ্যেস করসিলাম তোর নাম কী বলসিলো নুরুল।আর ও আমার বোনকে ছেরে দিবে না।জিন টাই আমাদের সাথে স্বাভাবিক কথা বলতে বলতে আবার হিংস্রাত্মক হয়ে যায় আর বাসা থেকে পালানোর চেস্টা করে। আমি পাশের বাসায় গেছিলাম যেন তারা রুকিয়ার জন্য একটা ব্যবস্থা করে।। বাসায় ঢুকতেই দেখি সে অন্য রুপ ধরে ছোট একটা ছেলের আকৃতি নিয়ে দৌড়ে নিচে নামতেসে।। ওকে ধরতে আমিও নিচে গেসি। কলার টা ধরসি। তারপর কিছু কথা হলো মনে হয়। তারপর ঘুম ভেঙে গেছে।
বিঃদ্রঃ ওর দাতে ব্যথার জন্য দুবার ব্যথা ঠিক হওয়ার রুকিয়া করেছিলাম। পরের দিন আমার কোন দরকারি জিনিস নষ্ট হইসে। একবার আমার ফোনের কভার নষ্ট করসে আরেকবার আমার ব্রাশ ভেঙে ফেলসে।এছাড়াও আমাদের পরিবারে বড় ঝামেলাও বাধাইসে। আর আমরা যেটা সন্দেহ করি আমার জন্য আসা একটা সমন্ধ সেটাও সে ভেঙে দেয়।
উত্তম ব্যখ্যা এবং উত্তম পরামর্শ দিয়ে সাহায্য করুন।জাযাকাল্লাহ খইর।