অজান্তে কুফরি হয়ে গেলে বিধান কি?দ্বীনের জ্ঞান পরিপূর্ণ নয়, ধীরে ধীরে শিখছে এমন ব্যক্তির জন্য, পূর্বে না জেনে করা কুফরির বিধান কি জেনেশুনে করা কুফরির মতোই হবে?ক্লাস ৩-৪ থেকে শুরু করে ৭-৮ এর বই পড়ার সময় আদিম মানুষ গুহায় বাস করত,বাকল পড়ত,উলন্গ থাকত ইত্যাদি। কি কি করলে ঈমানের ক্ষতি হতে পারে এসব বিষয়ে না জেনে অজান্তে এসব বিষয়ে বিশ্বাস করলে কি ঈমান চলে যাবে?এসব বিষয়ে এখন জানার পর কি আবার ঈমান আনতে হবে?? আবার বিবাহ করতে হবে? আগের বিয়ে কি হবে না? নাকি খালেস দিলে মাফ চাইলে হবে?