আসসালামু আলাইকুম।
১..আমি বিবাহিত । আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু আমি একদিন স্বপ্নে দেখেছি যে আমার অন্য কারো সাথে আবার বিয়ে হয়েছে। আমি আমার স্বামীকে বলছি ওনাকে বলো আমাকে তালাক দিয়ে দিতে।।আমার স্বামীও চাইছে যে লোকটি যেন আমাকে তালাক দিয়ে দেয়।কারণ আমরা একসাথে থাকতে চাই।আর এক দিন দেখছি আমার স্বামীর অন্য কারো সাথে বিয়ে হবে। আমারও অন্য কারো সাথে বিয়ে হবে কিন্তু আমি ওই বিয়ে চাইনা। আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই। এর ব্যাখ্যা কি??
২.. ফজরের ওয়াক্ত হবার আগে ঘুমের মধ্যে আজানের শব্দ "আল্লাহু আকবার " শুনে জেগে গিয়েছিলাম। উঠে তাহাজ্জুত পরবো ভেবে আবার ঘুমিয়ে যাই । ঐদিন ফজর পরতেও উঠতে পারি নাই। (আমি সাধারণত তাহাজ্জুদ পড়তে উঠি না)..
৩..স্বপ্নে দেখেছি আমি হজে গিয়েছি কিন্তু এখনো কাবাতে যাই নাই কাবার কাছাকাছি কোথাও একটা রেস্টুরেন্টে বসে আছি, আমার স্বামী আসবে সেজন্য অপেক্ষা করছি।ও আসলে একসাথে যাব । হঠাৎ একটি বাস এসে থামলো আমি বাসটি দেখিনি শুনতে পাচ্ছিলাম বাসের ভেতরের লোকজন চিৎকার করে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। স্বপ্নের ভিতর মনে হচ্ছে এই বাসটিতেই আমার স্বামী এসেছে আমি ওকে ফোন করলাম অন্য কেউ একটা ফোন ধরল সে বলল উনি নেই। স্বপ্নের ভিতর ভাবছি ও হয়তো ফোনটা চার্জে দিয়েছে কোথাও। তারপর আবার ভাবছি লোকটা উনি নেই বলতে কি বুঝালো ও ওখানে নেই, নাকি ও মারা গেছে।।
৪.সপ্নে দেখলাম আকাশে দুইটা চাঁদ।হঠাৎ একটা চলে গেলো আবার সাথে সাথে ফিরে আসলো।।
৫.উনাইস অর্থ কি??