দুলহান তেল টার মধ্যে চুল কালো করার এক ধরনের তরল মতো থাকে। এই তেল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত নিতে হয়। এটা মূলত নেওয়ার কারণ হচ্ছে, চুলের গোড়া শক্ত করা, চুলের স্বাস্থ্যগত উন্নয়ন। কিন্তু চুলের রং একটু বেশি কালো দেখা যায় এটা নিলে। আমাদের উদ্দেশ্য চুল কালো করা নয় বরং চুলের উন্নতি। আর চুলের এই রং এক থেকে দেড় মাসে চলে যায়। সেক্ষেত্রে এই তেল ব্যবহার করা যাবে কি?