আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১)বিয়ের নিয়ত কি হওয়া দরকার?
যেমন আমি বিয়ে করতে চাই একাকিত্ব দূর করতে,চরিত্র হেফাযত করতে, ভালোবাসা পেতে(কারণ আমার মা বাবা সঠিক ভালোবাসা আমাকে দিতে পারে নাই..পড়াশোনার খবরই নিয়ে গেছে & ঐ অনুযায়ী আচরণ), একজন ভালো শশুর শাশুরী পেতে কারণ মা বাবার পার্ফেক্ট ভালোবাসা আমি পাই নি,পাচ্ছিনা, টাকার জন্য কারণ বাসা থেকে টাকা নিতে ভালো লাগেনা, পরিবার দ্বীনি না,তাই দ্বীনি কাউকে বিয়ে করলে দ্বীন পালন সহজ হবে
এরকম নিয়ত উচিত বিয়ের জন্য?
২)বিয়ের জন্য আমি রাজি & বাসায় আমি বলে বলে রাজি করিয়েছি। আমার বেশ কষ্ট হচ্ছে ওয়েট করতে তবে আল্লাহর প্ল্যানের জন্য সবরের সাথে দুআ করে যাচ্ছি।ভেতরে এত কষ্ট লাগে মাঝে মাঝে,অনেক কান্না করে দুআ করি।
বিয়ের জন্য কি কি করতে পারি?
তাহাজ্জুদ শুরু করলাম, দুআ করি সবসময়,সূরা ফুরকানের ৭৪নং আয়াত পড়ি