السلام عليكم ورحمة الله وبركاته
যারা মানহাজগত ভাবে ভ্রান্ত, যাদের বক্তব্য আলেমদের বক্তব্যের বিপরীত তবে তারা আলেম নয় সাধারণ ব্যক্তি, তাদের ভুল কথা দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারে,এমতাবস্থায়, তাদের নাম নিয়ে, তাদের অবর্তমানে,তাদের বিরুদ্ধে মানুষকে সতর্ক করলে, এটা কি গীবতের অন্তর্ভুক্ত হবে?