আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
একজন আপুর প্রশ্ন....

১। আমি ক্লাস এইট / নাইনে বা টেনে থাকতে আমি আল্লাহর কাছে বলেছিলাম যে, আল্লাহ আমাকে যদি এক্সামে পাশ করিয়ে দাও, তাহলে আমি প্রতিদিন ১ টাকা করে মসজিদে দান করবো। আমি শিওর ছিলাম যে আমি ফেল করবো ! পরে দেখি পাশ করে ফেলেছি!  এখন প্রায় অনেক বছর পর,  কয়েকদিন পর পর আমার এই কথা মনে পরে যে আমি মনে হয় মান্নত করে ফেলেছিলাম !  এখন আমার করনীয়টা কি একটু জানাবেন ইন শা আল্লাহ।

২। আরেকটা প্রশ্ন, অনেক বছর আগে, আমার এক কাজিন আমাদের রুমে এসেছিলো। ( তখন প্রায় সবাই জানতো যে সে যেকোনো জিনিস চুরি করতো। তার চুরি করার স্বভাব ছিলো। সে এখন দুনিয়াতে নাই! যদিও সে জীবিত থাকা অবস্থায় চুরি ছেড়ে দিয়েছিলো, আল্লাহ হেদায়েত দিয়েছিলেন ) তো যেই দিন সে আমাদের রুমে এসেছিলো ওইদিন আমাদের একটা মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। তখন আমি সে ই নিয়েছে বলেছিলাম কারণ বাসায় আমার জানা মতে আর কেউ নাই যে নিতে পারে। তখন তার বোন, কুরআনকে আমার সামনে এনে বলেছিলো, কুরআন ছুয়ে বল আমার ভাই ই নিয়েছে?তখন রাগের মাথায় ছুয়ে বলে ফেলেছিলাম। আল্লাহ আমাকে মাফ করুন। এখন পরবর্তীতে মোবাইলটা পাওয়া গিয়েছে,অনেক খুঁজা খুঁজির পরে। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পারলে আল্লাহর কাছে মাফ চাই আর কুরআন ছুয়ে মিথ্যা বলার জন্য কাফফারা হিসেবে ২ টা রোজা রাখি। কিন্তু যে চুরি করেছে বলেছিলাম সে তো দুনিয়াতে নাই! তার কাছে কি মাফ চাওয়া লাগতো আমার? এখন আমার কি করা উচিত ?

1 Answer

0 votes
by (696,450 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইসলামী শরীয়তে মান্নত করা জায়েজ আছে।
তবে মান্নত শুদ্ধ হবার জন্য কতিপয় শর্ত রয়েছে। যথা-
(১) আল্লাহর নামে মান্নত করতে হবে।
(২) আল্লাহ ছাড়া কারো নামে মান্নত হতে পারবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা গোনাহ।
(৩)মান্নত হতে হবে ইবাদতের অন্তর্ভূক্ত বিষয়ে। যেমন নামায, রোযা, হজ্ব, কুরবানী ইত্যাদি।
(৪) ইবাদতও এমন হতে হবে যা কখনো ফরজ বা ওয়াজিব হয়ে থাকে। যে ইবাদত কখনো ফরজ বা ওয়াজিবের স্থান পায় না, এমন ইবাদতের মান্নত করলেও তা শুদ্ধ হবে না।

(قوله باطل وحرام) بوجوه، منها أنه نذر لمخلوق والنذر للمخلوق لا يجوز لأنه عبادة والعبادة لا تكون لمخلوق، (رد المحتار، كتاب الصوم، مطلب فى النذر الذى يقع للاموات من اكثر العوام-2/439)
وفى البدائع: ومن شروطه أن يكون قربة مقصودة فلا يصح النذر بعيادة المريض والوضوء والاغتسال، (رد المحتار، كتاب الايمان-3/735)
وفى رد المحتار: وكان من جنسه واجب أى فرض……… كصوم وصلاة وصدقة……… ولم يلزم الناذر ما ليس من جنسه فرض، (رد المحتار، كتاب الايمان-3/735
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/375

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার প্রতিদিন ১ টাকা করে সদকাহ করা ওয়াজিব। যদি প্রতিদিন সদকাহ করতে না পারেন, তাহলে আপনার উপর কসমের কাফফারা ওয়াজিব হবে।
(২) কুরআন ছুয়ে দৃঢ়ভাবে বলেছেন, পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হওয়ার আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...