আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
একজন আপুর প্রশ্ন....
১। আমি ক্লাস এইট / নাইনে বা টেনে থাকতে আমি আল্লাহর কাছে বলেছিলাম যে, আল্লাহ আমাকে যদি এক্সামে পাশ করিয়ে দাও, তাহলে আমি প্রতিদিন ১ টাকা করে মসজিদে দান করবো। আমি শিওর ছিলাম যে আমি ফেল করবো ! পরে দেখি পাশ করে ফেলেছি! এখন প্রায় অনেক বছর পর, কয়েকদিন পর পর আমার এই কথা মনে পরে যে আমি মনে হয় মান্নত করে ফেলেছিলাম ! এখন আমার করনীয়টা কি একটু জানাবেন ইন শা আল্লাহ।
২। আরেকটা প্রশ্ন, অনেক বছর আগে, আমার এক কাজিন আমাদের রুমে এসেছিলো। ( তখন প্রায় সবাই জানতো যে সে যেকোনো জিনিস চুরি করতো। তার চুরি করার স্বভাব ছিলো। সে এখন দুনিয়াতে নাই! যদিও সে জীবিত থাকা অবস্থায় চুরি ছেড়ে দিয়েছিলো, আল্লাহ হেদায়েত দিয়েছিলেন ) তো যেই দিন সে আমাদের রুমে এসেছিলো ওইদিন আমাদের একটা মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। তখন আমি সে ই নিয়েছে বলেছিলাম কারণ বাসায় আমার জানা মতে আর কেউ নাই যে নিতে পারে। তখন তার বোন, কুরআনকে আমার সামনে এনে বলেছিলো, কুরআন ছুয়ে বল আমার ভাই ই নিয়েছে?তখন রাগের মাথায় ছুয়ে বলে ফেলেছিলাম। আল্লাহ আমাকে মাফ করুন। এখন পরবর্তীতে মোবাইলটা পাওয়া গিয়েছে,অনেক খুঁজা খুঁজির পরে। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পারলে আল্লাহর কাছে মাফ চাই আর কুরআন ছুয়ে মিথ্যা বলার জন্য কাফফারা হিসেবে ২ টা রোজা রাখি। কিন্তু যে চুরি করেছে বলেছিলাম সে তো দুনিয়াতে নাই! তার কাছে কি মাফ চাওয়া লাগতো আমার? এখন আমার কি করা উচিত ?