আসসালামু আলাইকুম,
১/এ'শার নামাযের পর সালাতুল হাজতের উদ্দ্যেশে ৪ রা'কাত নামাজ ,প্রথম রা'কাতে সূরায়ে ফাতেহা একবার,এবং আয়াতুল কুরসি তিনবার।এবং ২য় রাকাতে সূরায়ে ফাতেহার সাথে সূরায়ে ইখলাছ, ৩য় রাকাতে সূরা ফাতিহা ও সূরায়ে ফালাক্ব এবং ৪র্থ রাকাতে সূরা ফাতিহা + সূরায়ে নাস এভাবে নামাজ পড়লে কি হবে?আর এই নিয়ম টি কি সঠিক?
২/আমাদের দৈনন্দিন জীবনে ভালো খারাপ যা ই ঘটুক তা সবকিছু ই কি আমাদের তাকদীরে আগে থেকে নির্ধারিত ছিলো নাকি আল্লাহ জানতেন আমরা কি করবো সেই পরিপেক্ষিতে তাই তা তাকদীরে লিখা হয়েছে।যেমন কেউ একজন মানুষকে খুন করবে এটা কি আগে থেকে ই নির্ধারিত ছিলো বলে ই কি সে খুন করছে আল্লাহ জানতে সেই ব্যক্তি এই কাজটা ই করবে তাই তিনি তা তাকদীরে লিখে রেখেছেন।
৩/ কোনো মাসে কারো পিরিয়ড ৭ দিনে শেষ হলো।আবার দেখা গেলো পরবর্তী মাসো ৭ দিনে শেষ হয়ে আবার ৯/১০ দিন হায়েজ দেখা যাচ্ছে। এইক্ষেত্রে সেই মহিলা তার অভ্যাসগত দিন হিসেবে কতদিন ধরবে?আর ঐ যে ৭ ম দিন থেকে ৯ম দিনের মধ্যে সে যে হায়েজবিহীন ছিলো সেই দিনগুলোতে কি সে নামাজ পড়বে নাকি। ৯/১০ দিনের জন্য অপেক্ষা করবে যে ব্লাড আসছে নাকি আসছে না?