আসসালামু আলাইকুম। ফেইসে লাগানোর জন্য ঘরে তৈরি ক্রিম বানানোর জন্য, মধু ব্যবহার করতে হয়। যেদিন মধু নেই, সেদিন ছিল কিনা জানিনা, কয়েকদিন পর সেই মধুর কৌটা থেকে যখন ঢালি, একটা ছোট্ট মরা তেলাপোকা দেখতে পাই। এখন আমি শিওর না এই তেলাপোকাটা কখন ওখানে ঢুকে মরে রয়েছে, আমি ক্রিম বানানোর আগে ছিল কিনা জানিনা, কনফার্ম না। নাকি পরে পড়েছে বোতলের ভিতর।এমতাবস্থায়, এই ক্রিমটা ব্যবহার করার পর কি নামাজ পড়া যাবে? নামাজ হবে কি? ক্রিমটা কি পবিত্র ধরে নিব /অপবিত্র কোনটা? জাযাকাল্লাহ