আসসালামু আলাইকুম । আপনাদের পরামর্শ অনুযায়ী ,আমার হাজবেন্ডের কাছে তালাক চাইছি ও আমাকে না দিতে চাইলেও পরে দেই । ও আমাকে মেসেজ এ লিখে দেই ঠিক এইভাবে , 1। Ami tmk talak dilam 2. Tmi talak ...3 . Apnk talak dilam . আমার প্রশ্ন হলো ও যে এইভাবে শর্ট ফরম এ লিখলো তাহলে কি তালাক হবে ? যেমন ও কিন্তু পুরা ওয়ার্ড লিখে নাই , tomake talak dilam , apnak talak dilam ও লিখসে tmk , tmi ,apnk এইভাবে এখন কি আসলে তালাক হবে ? যদি নিয়ত না থাকে ,এটা কি কেনায় না সরাসরিই তালাক হবে ?