আসসালামু আলাইকুম । আমি স্বপ্নে দেখেছি যে আমি রাস্তায় পথের কাছে যাতায়াত এর সময় একটি ঘা যুক্ত বিড়াল দেখতে পাই এবং আমি সেই সময়ে সেটিকে একটি পলিথিনে করে তুলে নিয়ে যাই বাসায় এবং খুব যত্নে রাখি একটি জায়গায়। স্বপ্নের শেষে আমি দেখেছি যে আমি হাত ধুচ্ছি যাতে ওই ঘা থেকে আমার কোনো সমস্যা না হয়। এবং স্বপ্ন ভাঙার সময় ফজরের আযান দিচ্ছিলো।
প্রশ্ন : যেহেতু স্বপ্নে বিড়াল দেখা অনেক গুরুত্বপূর্ণ। ইসলামে এটা নিয়ে বলা আছে। কিন্তু আমি এরকম ঘা যুক্ত বিড়াল দেখেছি। এটার কি ব্যাখ্যা হতে পারে ?