১. ছেলেের deendarita কে প্রাধান্য দিয়ে মেয়ে সহর পুরোপুরি বিয়েতে রাজি কিন্তু মোহরানা কম হওয়ার মেয়ের বাবা রাজি হয়নি দ্বিমত পোষণ করলেন। তারপরও মেয়ে মোহরানা রাজী হয়ে বাবাকে এদিকে বিয়ে দেওয়ার অনুরোধ করল। তাতেও বাবা রাজি হলো না তাই মেয়ে তার বড় ভাইকে বলে এদিকে দিয়ে সম্পূর্ণ করল এবং deen মেন্টেন করে তাদের সুন্দর সংসার যাচ্ছে আল্লাহর রহমতে।
সমাজের অনেক মানুষ বলছে এভাবে তার বিয়ের টা নাকি ইসলামের নিয়ম অনুযায়ী পরিপূর্ণ হয়নি হয়নি?
প্রশ্ন হচ্ছে বাবা অযৌক্তিক কারণ রাজি না থাকলে বাবার অবর্তমানে মেয়ে বড় ভাইকে ওলি/ অভিভাবক করে বিয়ে করলে তা কি সম্পন্ন হবে না?
২. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্। হানাফি ফিকহ্ অনুযায়ী শামুকের তৈরি বা শামুক থেকে প্রাপ্ত কোনো উপাদান দিয়ে তৈরিকৃত কোনো পণ্য বা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার বিধান কি? এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা রয়েছে?
৩. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,
কারো উপর হজ ফরজ হয়ে থাকলে সে যদি শখ উমরাহ করে তাহলে সেই উমরাহ আদায় হবে??
হজ্জ্ব করার আগেই উমরাহ করা যাবে কি?
৪. আমরা সবাই ফজর আসর ছাড়া অন্য সকল নামাজে বাড়তি ২ রাকাত নফল নামাজ পরি।অনেকে এটাকে নিয়মিত ও আবশ্যক করে নিছে এখন আমার প্রশ্ন এই ২ রাকাত নফল নামাজ কে যদি সবসময়ই পরতে হবে কেউ মনে করে বা নিয়মিত আবশ্যক করে নেই তাহলে কি এটা বিদআত হবে?
৫. আস-সালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
একজন মেয়ে হয়ে অনলাইনে বইয়ের রিসেলারা হয়ে কাজ করলে কি অর্জিত টাকা হারাম হবে?
আমাকে এর জন্য নন-মাহরামের সাথে কথা বলতে হয়। কথা শুধু প্রয়োজনীয় ম্যাসেজে সীমাবদ্ধ থাকে। তবে তারা কেউ জানে না যে আমি একজন মেয়ে। যার ফলে অপর পক্ষ থেকে ভাইয়া সম্বোধন আসে। আমি সে হিসেবে কথা বলি।
এখন এর জন্য কি আমার গুনাহ হচ্ছে? আমার কি এটি ছেড়ে দেওয়া উচিত?
৬. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমি যেই বডি মিস্ট ইউজ করি সেটিতে প্রায় ৭০% ইথাইল এলকোহল আছে।এটা ডিরেক্ট বডিতে কিংবা ড্রেসে ইউজ করলে আমার কি নামাজ হবে না?আমার ড্রেস বা শরীর কি নাপাক হয়ে যাবে?
আমি এতদিন জানতাম যে,খেজুর বা আংগুরের রস থেকে যেই এলকোহল তৈরী হয় সেটা হালাল না বাট ইন্ডাস্ট্রিয়াল এই এলকোহল গুলো ইউজ করলে নামাজ হবে....এই ব্যাপারটা কতটুকু সত্য।
জাযাকাল্লাহু খইরান
৭. ছেলেের deendarita কে প্রাধান্য দিয়ে মেয়ে সহর পুরোপুরি বিয়েতে রাজি কিন্তু মোহরানা কম হওয়ার মেয়ের বাবা রাজি হয়নি দ্বিমত পোষণ করলেন। তারপরও মেয়ে মোহরানা রাজী হয়ে বাবাকে এদিকে বিয়ে দেওয়ার অনুরোধ করল। তাতেও বাবা রাজি হলো না তাই মেয়ে তার বড় ভাইকে বলে এদিকে দিয়ে সম্পূর্ণ করল এবং deen মেন্টেন করে তাদের সুন্দর সংসার যাচ্ছে আল্লাহর রহমতে।
সমাজের অনেক মানুষ বলছে এভাবে তার বিয়ের টা নাকি ইসলামের নিয়ম অনুযায়ী পরিপূর্ণ হয়নি হয়নি?
প্রশ্ন হচ্ছে বাবা অযৌক্তিক কারণ রাজি না থাকলে বাবার অবর্তমানে মেয়ে বড় ভাইকে ওলি/ অভিভাবক করে বিয়ে করলে তা কি সম্পন্ন হবে না?
৮. ক্বুরআন রাখার সেল্ফে কুরআন শরীফ খাড়াভাবে আটছেনা। আমি যদি বাঁকা করে রাখি এটা কি অনুচিত এবং গুনাহের কাজ?
৯. আসসালামু আলাইকুম।
আমি প্রায়ই সপ্নে খেতে দেখি।রাতে ঘুমানোর আগে মাসনুন আমল করেও এমন হয়।আমি নিজেই নিজের হাতে খাবার নিতে বা খাবার কিনে খাই সপ্নে।
সপ্নে যেনো কোনো খাবার না খাই তার জন্য কি কোনো আমল আছে?
বি:দ্র: আমার যাদু রিনিউ এর সমস্যা আছে।সেল্ফ রুকইয়া করছি।