ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যে মহিলার সাথে যিনা করা হয়েছে, সেই মহিলার মেয়ের সঙ্গে উক্ত যিনাকারী পুরুষের বিয়ে শুদ্ধ হবে না। কারণ, যিনাকৃত মহিলার উপরের আত্মীয় এবং নিচের আত্মীয় স্বজন জিনাকারীর জন্য হারাম হয়ে যায়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1233
قَوْلُهُ: وَحَرُمَ أَيْضًا بِالصِّهْرِيَّةِ أَصْلُ مَزْنِيَّتِهِ) قَالَ فِي الْبَحْرِ: أَرَادَ بِحُرْمَةِ الْمُصَاهَرَةِ الْحُرُمَاتِ الْأَرْبَعَ حُرْمَةَ الْمَرْأَةِ عَلَى أُصُولِ الزَّانِي وَفُرُوعِهِ نَسَبًا وَرَضَاعًا وَحُرْمَةَ أُصُولِهَا وَفُرُوعِهَا عَلَى الزَّانِي نَسَبًا وَرَضَاعًا كَمَا فِي الْوَطْءِ الْحَلَالِ وَيَحِلُّ لِأُصُولِ الزَّانِي وَفُرُوعِهِ أُصُولُ الْمُزَنِيّ بِهَا وَفُرُوعُهَا. (رد المحتار، كتاب النكاح، فصل فى المحرمات-4/99)
عن عمران بن الحصين فى الرجل يقع على أم أمرأته، قال تحرم عليه أمرأته (المصنف لابن أبى شيبة-3/469، رقم-16226)
عن أبى هانيء رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من نظر إلى فرج إمرأة لم تحل له أمها ولا ابنتها (المصنف لابن أبى شيبة-3/469، رقم-16229)
عن شعبة قال: سئلت الحكم وحمادا عن رجل زنى بأم امرأته، قال: أحب ان يفارقها (المصنف لابن أبى شيبة-3/469، رقم-16233)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখন থেকে আপনার মা আপনার বাবার কাছ থেকে দূরে থাকবেন। আপনার বাবার সাথে আপনার মায়ের বিবাহ আর কখনই বিশুদ্ধ হবে না। কেননা আপনার মা আপনার বাবার জন্য মেয়ে সমতুল্য। সামাজিকতার ভয় থাকলে আনুষ্ঠানিকভাবে আপাতত দূরে না গেলেও হবে। তবে শারিরীক সম্পর্ক ও দেখাসাক্ষাৎ থেকে দূরে থাকতে হবে। আপনার ভাইয়ের বিয়ের পর আনুষ্ঠানিক ভাবে সবাইকে তালাক হয়েছে জানিয়ে পৃথকতা গ্রহণ করাই উত্তম হবে।তখন লোকজন আপনার বাবা এবং নানীর গোনাহ সম্পর্কে অবগত হবে না।