আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আমার বাড়ি নেত্রকোনা একটা উপজেলায়, আমার শ্বশুর বাড়ি নেত্রকোনাতেই ভিন্ন উপজেলায়। দুই বাড়ির মধ্যে কসর দূরত্ব নাই। কিন্তু আমি কোনো বাড়িতেই থাকি না।
আমি চট্টগ্রাম থাকি, আমার ভার্সিটির হলে। আমার স্বামী সিলেট জব করেন, ওখানে বাসা নিয়ে থাকেন উনি। আমি বন্ধ পেলে সিলেট যাই, বাবার বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই এবং ১৫ দিনের কম সময়ের জন্যই যাওয়া হয়।
এখন আমি কোথায় কসর করবো, আর কোথায় পূর্ণ সালাত আদায় করবো?
জাযাকুমুল্লাহু খইর।