বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/51597/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
وَ ثِیَابَکَ
فَطَہِّرۡ
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন। (সূরা মুদ্দাচ্ছির, আয়াত
নং-০৪)
আল্লামা হাসক্বাফী রাহ লিখেন,
لُفَّ
طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ تَنَجَّسَ
وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ
نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا.
যদি পবিত্র কাপড়কে -অপবিত্র এমন কাপড় যা পানি দ্বারা ভিজা থাকে-
এর সাথে ভাজ করা হয়ে থাকে,যদি পবিত্র শুকনো কাপড় এমনভাবে ভিজে যে, তা তাকে চিপানো হলে তা থেকে
কিছু বের হবে, তাহলে সেই শুকনো পবিত্র কাপড়ও অপবিত্র হয়ে যাবে। নতুবা অপবিত্র
হবে না।আর যদি শুকনো কাপড়কে প্রস্রাব ইত্যাদি দ্বারা ভিজা কাপড়ের সাথে ভাজ করা হয় বা
লেপ্টানো হয়, যদি পবিত্র কাপড়ে নাজাসতের কোনে চিহ্ন পরিলক্ষণ করা যায়,তাহলে উক্ত পবিত্র কাপড়ও অপবিত্র
হবে, নতুবা অপবিত্র হবে না। (রদ্দুল মুহতার-১/৩৪৭)
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
১. প্রশ্নটি আরো বিস্তারিত জানার প্রয়োজন। অন্যথায় বিস্তারিত
উত্তর দেওয়া সম্ভব নয়।
২. বাচ্চার পুরো শরীরে যদি পেশাব
লেগে থাকে, যেমনটি প্রশ্নে উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত
পানি দিয়ে বাচ্চার শরীর ভিজে গিয়ে সেই পানি দ্বারা বাচ্চার মায়ের বুক বা যে বাচ্চাকে
কোলে নিবে তার শরীর ভিজে যায়, তাহলে তা নাপাক হয়ে যাবে। আর যদি এক্ষেত্রে শরীরে কোনো
আলগা পবিত্র কাপড় রাখা হয়, তাহলে বাচ্চার শরীর থেকে নাপাক পানি বা দুধ বাচ্চার মায়ের শরীরের
সে আলগা পাক কাপড়ে লাগলে সেই পবিত্র কাপড়ে নাপাকির চিহ্ন বা গন্ধ পাওয়া না গেলে সেটিকে
পাক হিসেবেই ধরবেন। আর যদি
নাপাকির চিহ্ন বা গন্ধ পাওয়া যায়, তাহলে সেটিকে নাপাক হিসেবে
ধরবেন।
বিস্তারিত জানুন,
https://ifatwa.info/7947/
,
৩. সবচেয়ে উত্তম হলো যে, ফ্লোর নাপাক হলে তা সরাসরি পানি
দিয়ে তা বা ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে নাপাকি দূর করে ফেলতে হবে। আর প্রশ্নে
উল্লেখিত সূরতে দেখতে হবে যে, নাপাকির চিহ্ন বা গন্ধ ইত্যাদি আছে কি না।