আসসালামু আলাইকুম,
বউকে তালাক ব্যাপারে বুঝাতে গিয়ে বউয়ের সামনে তালাক শব্দ ব্যবহার করলে কি তালাক হয়ে যাবে? (যেমন বউকে বলা হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে মুখে তালাক বলে তাহলে তালাক হয়ে যাবে, এটা রাগের মাথায় বললেও তালাক হয়ে যাবে এমনি বললেও তালাক হয়ে যাবে) এখানে কিন্তু তালাক শব্দটা অনেক বার ব্যবহার করা হয়েছে, তবে এটা বোঝানোর জন্য।
এবং আরো কিছু কিছু কথা সেগুলো বললেও কি তালাক হয়ে যাবে, যেমন,
# স্ত্রী বার বার বাপের বাড়ি যেতে চাইলে আর এজন্য নিষেধ করলে তারপরেও বাড়ি যাওয়ার কথা বললে যদি স্ত্রীকে বলা হয় যদি কথা না শুনো বা যদি ভালো না লাগে তাহলে বাপের বাড়ি চলে যাও বা এক বারে যাও। একথা বার বার বললে।
# তোমার সাথে আমার সংসার হবে না, হবে না, হবে না।
# তোমাকে স্ত্রী হিসেবে মানতে কষ্ট হচ্ছে।
# স্ত্রীর মাকে যদি বলা হয় আপনার মেয়ের যদি ভালো না লাগে তাহলে নিয়ে এসে রেখে দেন।
যদি এসব কথা তালাকের নিয়ত ছাড়া রাগের মাথায় বা ভয় দেখানোর জন্য যদি বলা হয় তাহলে কি তালাক হয়ে যাবে?