আসসালামু আলাইকুম আমি প্রথম মা হওয়ার সময় সিজারিয়ান অপরেশনের সময় আমার বাচ্চা টা রব তার কাছে জান্নাতের পাখি হিসেবে কবুল করেন। তার পর বিয়ের ৬ বছর চলছে আমার ৪ বার কন্সিভ করার পর ও কোনো না কোনো কারনে তা নষ্ট হচ্ছে। আমি বদনজর ও যাদুগ্রস্থ ও মানসিক ভাবে অসুস্থ ও বিদ্ধস্থ।ডাক্তার এবং রুকইয়া চলছে। আমি ও আমার স্বামী সৌদি থাকি শশুরবাড়ির লোক তাকে কল করে আমার ও আমার পরিবারের নামে উসকানোমুলক কথা বলে। আমি ও আমার স্বামী তার পরিবারের সব খরচ ননদ দেবর সবার প্রয়োজনে পাশে থাকি। উমারহ করার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ।অনেক দোয়া ও কষ্টের পর আমি এখন গর্ভবতী এবং বাংলাদেশে আসার পর বিস্তারিত জানতে পারি যে আমার শশুরড়ির লোক আমাকে না জানিয়ে আমার স্বামীকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখেছে যদিও আমার স্বামীও বিয়েতে রাজি না। আমার শশুড়বাড়ীর লোক আমাকে জানিয়েছে এটাই আমার শেষ সুযোগ যদি এই বাচ্চাটা না বাচে তাহলে তারা আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমার স্বামীকে অন্য জায়গায় বিয়ে দিবে। এখানে বলে রাখা ভালো ডাক্তার এমন কোনো রোগ আমার বা আমার স্বামীর মধ্যে খুজে পান নি যাতে সন্তানের ক্ষেত্রে এমন হবে। আমাকে আমার স্বামী পছন্দ করে বিয়ে করেছে যেখানে তার পরিবারের কিছুটা মত ছিলো না বললেও চলে।এবং আমার শশুড়বাড়ির মানুষ কবিরাজের কাছে নিয়ে যেয়ে আমার পরিবারের নামে মিথ্যা যাদুর অপবাদ দেয়। আমার প্রশ্ন আমার সাথে আমার শশুরবাড়ির মানুষরা যা করছে তা কি জুলুমের পর্যায়ে যায় এটা কি জুলুম হচ্ছে আমার সাথে? আমি কি মাজলুম হয়ে দোয়া করতে পারবো?