السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
আমার মা কে আব্বার উপস্থিতি তে বুঝানোর চেষ্টা করতে গেছি.. দিয়ে দেখলাম আব্বাও ওরকম ,,,, আব্বা ওরকম মনে বুঝাতে চাইছি ,,, আব্বা এমন ধরনের মানুষ বউ কে তার বন্ধু দের সাথে এই অশ্লিল কথা বার্তা বলতে বেশি প্রশয় দিয়েছে তাই মা কোনো চিন্তা ভাবনা ছাড়া এইসব কাজ করে ,,, এবং আব্বা মা কেও এইসব কথা বার্তা অপরাধ মনে করে না,,, আমার আব্বার যেমন গাইরত নেই মা এরও সেরকম হায়া নাই ,... আব্বার উপস্থিতি তে এই কারণে বুঝিয়েছি মা আমাকে একা পেলে বকতো আমার কথা কে সম্মান করত না,,, ,,,, এরকম বুঝানোর পর মা আব্বা আমার সাথে কথা বলেনি ,,, আমি কী করবো বলুন এরপর ,,,,, আর আমি যদি কথা বলতে চাই ,,, আমার ঘৃণা আসছে প্রথমত , দ্বিতীয়ত আমাকে রাগ দেখাবে,,,,, আমি ভাবছি আমি আলাদা হয়ে যাবে তাদের সাথে ,,, কোনো গার্লস হোস্টেল চলে যাবো একা থাকবো ,,,