আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ!
১)আমি অনার্স করছি আর পাত্র যদি ডাক্তার হয় আমার কি আগানো উচিত?একজন না করে, বলে ডাক্তারদের শুধু ডাক্তারদের সাথেই ম্যাচ হয়-লাইফস্টাইল বা সবদিক মিলিয়ে।বাট উনার বায়োডাটা পড়ে ভালোই লেগেছে।
আমি বেশ সিদ্ধান্তহীনতাই ভুগছি, আজই ইস্তিখারা করলাম-রেজাল্টেরও অপেক্ষায়..
২)ইস্তিখারার রেজাল্ট টা এক্সাটলি বুঝবো কিভাবে?
৩)পাত্র'র ব্যাপারে যদি আমার কোনো জানার ব্যাপার থাকে আমি কি উনাকে মেইলে জিজ্ঞেস করতে পারবো বা উনি আমাকে? এটার উপর ডিপেন্ড করবে আগাবো কিনা এমন সময়ে?
৪)কখন আমার ছবি পাত্র দেখতে পারবে?