আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
54 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (9 points)
আসসালামুআলাইকুম।

আমি একজন জেনারেলের স্টুডেন্ট।আল্লাহ তায়ালা হিদায়াত দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি পর্দার ব্যাপারে কোনো ছাড় দেইনা।আমার পরিবারের আপত্তি থাকলেও সময়ের সাথে সাথে এখন তারা বিষয়টা মেনে নিয়েছেন।কিন্তু আমার বিয়ের ব্যাপারে এখন তারা পর্দার ব্যাপারটা মানতে পারছেন না।।কারণ তারা অনেকদিন চেষ্টা করেছেন,কিন্তু  পছন্দ মতো ইসলামিক ছেলে তারা খুঁজে পাননি।কয়েকজন যারা বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তাদেরকে না করতে হয়েছে বিভিন্ন কারণে।

পরিপূর্ণ দ্বীন পালনে সচেতন ছেলে পাওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।তাই আমি আমার পরিবারকে জানিয়েছি ছেলে নামাজ পড়ে,হালাল ইনকাম করে এবং আমার দীন পালনে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না এমন ছেলে হলে আমি রাজি।জানিনা আমার এই সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা।এই ব্যাপারেও কিছু বলবেন দয়া করে।

আমার পরিবার যেহেতু এমন ছেলে খুঁজে পাচ্ছে না বা তারা অনেক বেশি চেষ্টাও করছে না।তারা আমাকে চাপ দিচ্ছে যাতে আমি মুখ খুলে ছেলের বাবার সামনে যায়।কারণ কোনো বাবা তাদের ছেলের বউকে না দেখে বিয়ে করাতে আগ্রহী না।এখন আমি কি করবো?আমি কি মুখ খুলে ছেলের বাবার সামনে  যেতে পারবো।অনেকদিন যাবৎ আমি আমার পর্দার ব্যাপারে ছাড় না দেওয়ায় আমার পরিবার বিরক্ত হয়ে গেছে।তারা আমার বিয়ের জন্য খুঁজ নেওয়া থেকেও বিরত থাকছে।কিন্তু আমার বয়স বেড়ে যাচ্ছে।

আমি কি আমার পরিবারের কথা মেনে নিবো নাকি আরো ধৈয্য ধারণ করবো?আমার এখন কি করা উচিত? দয়া পরামর্শ দিয়ে সাহায্য করুন।আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি।

1 Answer

0 votes
by (693,060 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পাত্র-পাত্রীর পরস্পর দেখা সাক্ষাৎ ও অালাপ চারিতার কয়েকটি মূলনীতি-
(১)খালওয়াত হতে পারবে না।
(২)মুবাহ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।
(৩)ফিতনা থেকে নিরাপদ থাকতে হবে।যদি কামভাব জাগ্রত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়,অথবা কোনো একজন উপভোগ করতে শুরু করে নেয়,তাহলে তখন সেটা হারাম হয়ে যাবে।
(৪)মহিলা নরম ভাষায় কথা বলতে পারবে না।
(৫)মহিলা পূর্ণ হেজাব তথা কবজা পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা,এবং মুখ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখবে।
(৬)প্রয়োজন অতিরিক্ত কথাবর্থা বলা যাবে না।
যখন এই সব শর্ত পাওয়া যাবে, তখনই মূলত পাত্র-পাত্রী পরস্পর আলোচনা ও দেখা সাক্ষাৎ করতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2898


প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পাত্র ব্যতিত অন্য কোনো পরপুরুষের সামনে মুখ দেখানো পাত্রীর জন্য জায়েয হবে।
لو وکلہ بالروٴیة مقصوداً وقال: إن رضیتہ فخذہ لا یصح ولا تصیر روٴیتہ کروٴیة موٴکلہ، جامع الفصولین (المصدر السابق، کتاب البیوع، باب خیار الروٴیة، ۷: ۱۵۹، ۱۶۰)۔
বিঃদ্রঃ
যদি কোনো পাত্রীর বয়স বেড়ে যাচ্ছে এবং বিয়ে হচ্ছে না, এমনটা দেখা যায়, এবং সমাজে পাত্রর বাবার সামনে মুখ খোলার রেওয়াজ থাকে, তাহলে জরুরতের দরুণ পাত্রী তখন পাত্রর বাবার সামনে মুখতে পারবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...