ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পাত্র-পাত্রীর পরস্পর দেখা সাক্ষাৎ ও অালাপ চারিতার কয়েকটি মূলনীতি-
(১)খালওয়াত হতে পারবে না।
(২)মুবাহ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।
(৩)ফিতনা থেকে নিরাপদ থাকতে হবে।যদি কামভাব জাগ্রত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়,অথবা কোনো একজন উপভোগ করতে শুরু করে নেয়,তাহলে তখন সেটা হারাম হয়ে যাবে।
(৪)মহিলা নরম ভাষায় কথা বলতে পারবে না।
(৫)মহিলা পূর্ণ হেজাব তথা কবজা পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা,এবং মুখ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখবে।
(৬)প্রয়োজন অতিরিক্ত কথাবর্থা বলা যাবে না।
যখন এই সব শর্ত পাওয়া যাবে, তখনই মূলত পাত্র-পাত্রী পরস্পর আলোচনা ও দেখা সাক্ষাৎ করতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2898
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পাত্র ব্যতিত অন্য কোনো পরপুরুষের সামনে মুখ দেখানো পাত্রীর জন্য জায়েয হবে।
لو وکلہ بالروٴیة مقصوداً وقال: إن رضیتہ فخذہ لا یصح ولا تصیر روٴیتہ کروٴیة موٴکلہ، جامع الفصولین (المصدر السابق، کتاب البیوع، باب خیار الروٴیة، ۷: ۱۵۹، ۱۶۰)۔
বিঃদ্রঃ
যদি কোনো পাত্রীর বয়স বেড়ে যাচ্ছে এবং বিয়ে হচ্ছে না, এমনটা দেখা যায়, এবং সমাজে পাত্রর বাবার সামনে মুখ খোলার রেওয়াজ থাকে, তাহলে জরুরতের দরুণ পাত্রী তখন পাত্রর বাবার সামনে মুখতে পারবে।