আসসালামু আলাইকুম!
আমার কাছে একটা বিনিয়োগ প্রস্তাব এসেছে। একটা পার্টি দুবাইতে আলু রপ্তানি করে। প্রতি কন্টেইনার আলু ৭,০০,০০০ টাকা। প্রতি কন্টেইনার আলুতে বাংলাদেশ সরকার ৭০,০০০টাকা এক্সপোর্ট ইনসেন্টিভ দেয়; দুবাইতে আলু বেচে লাভ বা লস যা-ই হোক না কেন। আমাদের কাছে ৭,০০,০০০ টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে যার বিনিময়ে সরকারী এক্সপোর্ট ইনসেন্টিভের ৭০,০০০ টাকার ৩০,০০০ আমাদের দেয়া হবে; দুবাইতে লাভ-লস যাই হোক না কেন।
এমতাবস্থায়, এমন বিনিয়োগে যুক্ত হবার ব্যাপারে আপনার মতামত চাচ্ছি। বিশেষত তা কি পুরোপুরি হালাল হবে?
Ok