আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
42 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)
السلام عليكم و رحمة الله و بركاته সম্মানিত উস্তায।
আমি স্বপ্নে দেখি আমার বিয়ে হয়েছে। কিন্তু কোনো যুদ্ধ বা কিডনাপাররা আমাকে সহ অনেককেই তুলে নিয়ে যায়। আমার অনেএএএএএকদিন বা বছর পরে একটি সুড়ঙ্গ দিয়ে বের হই। কিন্তু বের হয়ে দেখি সেগুলো আমাদের পরিচিত জায়গা না। অপরিচিত এবং নবী রসূল ﷺ এর যুগের মনে হচ্ছিল।
আমি হন্য হয়ে আমার স্বামীকে খুজতেছিলাম। পাচ্ছিলাম না দেখে অনেক কষ্ট পাচ্ছিলাম এবং অস্থির ছিলাম খুব। এরপর আমি আবু বকর রদ্বিয়াল্লহু তায়ালা আনহুকে দেখতে পেয়ে উনাকে জিজ্ঞেস করেছি। এরপর উনি বলেন যে রসূল ﷺ তোমার স্বামীকে ফিতনা থেকে বাচাতে বিয়ে করিয়ে দিয়েছেন। এটা শুনে আমি আলহামদুলিল্লাহ পড়ছিলাম এবং একদম শান্ত হয়ে গিয়েছি। আমার মনে হচ্ছিল আমি ওখানে যাওয়ার কিচ্ছুক্ষণ পূর্বেই রসূল ﷺ বাসা থেকে বেরিয়ে গিয়েছেন। পরিবেশ তখন শান্ত এবং নিরিবিলি ছিল।

এ স্বপ্নের ব্যাখ্যা কী উস্তায এবং আমার করণীয় কী? আমি অবিবাহিত।
جزاك الله خيرا في الدنيا والأخرة

1 Answer

0 votes
by (693,810 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার নাম দ্বারা নাম রাখতে পারবে,তবে আমার কুনিয়ত দ্বারা কেউ যেন কুনিয়ত না রাখে,যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে,সে সত্যই আমাকে দেখবে,কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না।যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে,সে যেন তার জায়গা জাহান্নামকে বানিয়ে নেয়।(সহীহ বোখারী-১১০)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7331

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নটি কল্যাণকর হবে বলেই মনে হচ্ছে। আপনার উচিত নিজ আমলকে আরো উন্নত করা এবং বেশী বেশী দুরুদ শরীফ পাঠ করা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...