১।২ বছরের উপরে বাচ্চার বয়স সে প্রসাব করলে তার শরীর,ফ্লোর (টাইলস না রং আর সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া) শুকনো তেনা দিয়ে মুছে মাঝে মধ্যে একবার ভেজা তেনা দিয়ে পরিস্কার করে তিনবার ধৌত করে না বা মুছে না। বাচ্চার শরীর শুকনো থাকে কিন্তু যদি আমার শরীর ভিজা থাকে বা ঘামের কারনে তৈলাক্ত থাকে সে যদি আমার শরীরে লাগে আমার শরীর নাপাক হবে কি ।আর ফ্লোর যদি শুকনো তেনা দিয়ে মুছে শুকিয়ে গেলে নাপাক থাকবে কি ?
২। বাশি তো একটা হিন্দুদের মূর্তির বা ছবির মধ্যে রয়েছে। বাশি বাজালে বা শুনলে বা কোনো শিরক হবে কি। জিনের ঘটনা শুনতে চাইছিলাম সেখানে নাম ছিলো শাহনেওয়াজ বাড়িওয়ালা এরকম বাশিওলার ঘটনা শুনলে শিরক বা ইমানে সমস্যা হবে কি?