আসসালামু আলাইকুম, উস্তায! আমি একজন অবিবাহিত মেয়ে। এখন আমার আর্থিক জরুরতের কারনে, আমার একটা ইনকাম সোর্স প্রয়োজন। আমার বাবা আছে, কিন্তু আমরা আর্থিকভাবে মধ্যবিত্ত ফ্যামিলি।
তাই আমি একটি অনলাইন বিজনেস করতে চাচ্ছি। যদি কখনো জরুরি প্রোয়োজনে আমাকে গাইরে মাহরাম কাস্টোমারের সাথে এবং রাইডারের সাথে ফোন কলে কথা বলতে হয়, তবে সেক্ষেত্রে আমার জন্য হুকুম কি? পেইজে আমার ভাইয়াও থাকবে, সে আমার সমস্ত মেসেজের রিপ্লায়ের নজরদারি করতে পারবে।