আমার পরিচিতা এক আপুর মেয়ের নাম রেখেছিলেন, "রুমাইসা মারইয়াম"। কিন্তু অনেকেই বলেন মারইয়াম নাম রাখলে মারইয়াম আ. এর মতো অনেক পরীক্ষাময় জীবন হয়। বাচ্চার নামের প্রভাব কি হবে তা নিয়ে চিন্তিত অনেক।
রুমাইসা মারইয়াম নাম রাখা যাবে কিনা।
রুমাইসা নামের অর্থ কি এবং জীবনের এর প্রভাব কি। এই নাম রাখলে জীবনে কোনো নেগেটিভ প্রভাব আছে কি?
যদি না যায় তাহলে,
হুমায়রা তাসনিম, এই নামটি কেমন হবে? এর অর্থ কি? এই নামের কোনো খারাপ প্রভাব আছে কি?