আসসালামু আলাইকুম সম্মানিত উস্তায।
আমার একজায়গায় বিয়ের কথা চলছে। তো নিয়ম অনুযায়ী আমি নিয়মিত ইস্তিখারা করছি।
★ম্যাক্সিমাম স্বপ্নই পসিটিভ ইঙ্গিত বহন করেছে এবং আপনারা পূর্বে সেটাই ব্যাখ্যা করেছেন আলহামদুলিল্লাহ।
[এ ব্যাপারে পূর্বের ইস্তিখারা :
https://ifatwa.info/119189/]
স্বপ্নগুলো ছিল এমন যে, ছেলে আমাদের বাড়ি আসছে, বা উনার মা বা আত্নীয়রা আসছে। এমনও হয়েছে, উনাদের টপিক বাদ দিয়ে দিয়েছি কিন্তু স্বপ্নে দেখি উনারা আমাদের বাসায় এসেছেন। বিয়ে হচ্ছে, বা বিয়ে হবে আয়োজন চলছে এরকম অনেক কিছুই। স্বপ্নে যা দেখেছি বাস্তবেও তা অনেকাংশে মিলে গিয়েছে পরবর্তীতে বুঝতে পেরেছি। যেমন কে কোন কালারের ড্রেস পরে আসছে, বা কিভাবে সেজেছে, এসে কী করতেছে বা বলতেছে এগুলো বাস্তবে অনেকটাই মিলে গিয়েছে।
.
২-৩ টি স্বপ্ন আমি একটু খারাপ দেখেছি মনে হচ্ছে সেগুলো হচ্ছে -
★আমি স্বপ্নেই দেখি আমি ঘুমাচ্ছি। এরমধ্যেই দেখি আমার বিয়ে ১ সপ্তাহ পর সেই ছেলের সাথেই। বাসায় মা ভাবি অনেক কাজ করতেছে, ফ্রিজ খুলে ক্লিন করতেছে। ফার্নিচার গুলো সরাচ্ছে জন্য। আমি ভাবছিলাম উনারা কতো কষ্ট করতেছে!। এরমধ্যেই আমি দেখি আমার বাম হাত দিয়ে রক্ত পড়ছে, সারা শরীরে পিম্পেল উঠেছে। আমি দেখে বলি যে, হায় আল্লহ আমার তো কখনও এরকম ব্রণ/পিম্পেল হয়নি এখন এই অবস্থা হলো কেন। আমি কিভাবে এগুলোর সমাধান করব? কিন্তু কোনো রকমের অস্বস্তি বা কষ্ট হচ্ছিল না।
এরমধ্যেই দেখি আমার ভাইজি বেলকনি দিয়ে বাহিরে পরে যাচ্ছে জাস্ট হাত দিয়ে গ্রিল ধরা। আমি দ্রুত গিয়ে ওকে ধরে ভিতরে নিয়ে আসি।
★একদিন দেখি এক হুজুর এসে আমার টেবিলে বসে খুব সুন্দর তিলাওয়াত করছে, আমি টেবিলের পাশে আমার বেড এ ঘুমাচ্ছিলাম। আমি তিলাওয়াত শুনে সজাগ হয়ে দেখি হুজুর তিলাওয়াত করেই যাচ্ছে, সাথে সাথেই আমি কাথা মুড়ো দিই। ভেবেছিলাম চলে যাবে, ভয়ে দুয়া পরতেছিলাম। এরপর দেখি সে মুচকি হাসতেছে অনবরত এরপর আমার পাশেই শুয়ে পরেছে সোজা হয়ে। শুয়ে হাসতেই আছে। আমি কাথা মুরো দিয়েই এক পাশ দিয়ে নেমে মায়ের কাছে গিয়ে জানতে পারি উনাকে ছেলে পক্ষই পাঠাইছে আমাকে দেখার জন্য। এটা শুনে আমি সব ভাঙচুর করতে ছিলাম, এই লোক কেন আসলো আমার পাশে কেন শুয়েছে আমাকে দেখেছে কেন এগুলো বলে আর কাদতে ছিলাম। এরমধ্যেই আমার মা বলে তুই ত কখনও ভাঙচুর করস না এমন করিস না মা। আমারও হুস আসলো যে ভাঙচুর ত সমাধান না আমি কেন ভাঙতেছি কখনও ত এমন করিনি। আমি রাগ দেখাচ্ছি মা'কে যে কেন এই লোককে বাসায় ঢুকতে দিয়েছে? এরপর ভাবতেছিলাম এই একটা রিজনই যথেষ্ট উনাদের রিজেক্ট করার। কিভাবে না বলব সেটা ভাবতেছিলাম, প্রথমে ভাইয়াকে না বলবো নাকি অন্য কোনো উপায়ে।
এরপর আরও দেখেছি সেগুলো অন্য বিষয়ে।
★আজকে দেখি আমার বিয়ে সেই ছেলের সাথেই। অনেক মেহমান আসছে বাসায়, আত্নীয়রা। উনারাও এসেছেন।
পরক্ষণেই আমার এক ক্লাসমেট তার ভাইয়ের জন্য প্রস্তাব করে এবং সে কয়েকঘন্টার মধ্যে বড়ো এবং অনেক দামি ডায়মন্ড এবং গোল্ড মিশ্রিত অনেক বড় একটা কানের দুল এনে বলে এটা তোমার জন্য। আমার জমানো টাকা দিয়েই বানিয়ে এনেছি (তখন মনে মনে ভাবছিলাম এতো টাকা কোথায় পেলে, এদিকে ভার্সিটিতে গেলে তো তোমার ভাড়ার টাকাও আমি দেই) ও বলতেই ছিল, তোমাকে আমার ভাবি বানাব, আমার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। আমি মনে মনে ভাবছিলান আমার ঐ ছেলের সাথে আজকেই বিয়ে হয়ে যেতে পারে, তোমার ভাইর সাথে না। এটা জানাতে যাব তখনই মনে পরে বিয়ে না হতে কাউকে জানাব না তাই ওকে আর জানাইনি।
তবে ও দুলটা দিয়ে আমাকে আর আমার মা কে দেখাচ্ছে আমিও দেখতেছিলাম, এক পর্যায়ে সেটা কয়েকটুকরো হয়ে যায় আমার ভাইয়ের ছেলের হাত থেকে পরে। এরপর আমি টুকরো হওয়া জিনিস গুলো জোড়া লাগিয়ে ওকে দেওয়ার প্রিপারেশন নিচ্ছি।
এরমধ্যে দেখি পাত্রসহ বাসার পুরুষেরা বাহিরে যাচ্ছে কী যেন কাজে, সম্ভবত নামাজের জন্য। দরজার পর্দা একটু সরে জাওয়াতে ছেলে আমাদের রুমের দিকে তাকাতে তাকাতে যাচ্ছিল।
এরপর দুলটা জোড়া লাগিয়ে দেখি ১/২ টা ঝুরা কম। আমি বলি বাবু (ভাইয়ের ছেলে) এমন ভাবে ছিড়েছে হারিয়েই গেছে মনে হয়। থাক ওকে ওর দুল আর কিছু টাকা দিয়ে দিব সাথে। আমার ক্লাসমেট আশে পাশেই ছিল।
আরও দেখেছি স্পষ্ট মনে নেই।
এ স্বপ্নগুলো দ্বারা পসিটিভ/নেগেটিভ কী ইঙ্গিত করে জানালে মুনাসিবব উস্তায মিন ফাদ্বলিক।
যাঝাকাল্লহু খইরন ফিদ-দুনইয়া ওয়াল আখিরহ