আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ আমি স্বপ্নে প্রায়ই দেখি রাস্তা দিয়ে বা এক স্হান থেকে অন্য স্হানে দ্রুত যাবার তাগিদে কাপড় ছাড়া বিবস্ত্র অবস্হায় বের হয়েছি এবং যাবার সময় প্রতিবার বলছি, ভাবছি মনে মনে যে আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন সামনে না আসে আর এমন বের হবোনা দ্রুত যেন যেতে পারি, আজও এমন দেখলাম এবং আজকে দেখলাম একজন দেখে ফেলেছে আর আমি লজ্জা পেয়ে ভাবছি উচিত শিক্ষা আর কখনো এমন বের হবোনা। আমার প্রশ্ন নিজেকে এমন বারবার বিবস্ত্র অবস্হায় বাইরে বের হতে দেখি কেন? উল্লেখ্য আমি পর্দা করি, মাহরাম নন মাহরাম মেনে চলি। আমার খুব খারাপ লাগছে এমন স্বপ্ন দেখাতে, এর ব্যাখ্যা কি হতে পারে?