আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
আমার হায়েজের ইদ্দত হচ্ছে ৮/৯দিন । ৮দিনের রাতে অনুভব করছিলাম আমার হায়েজ শেষ, তো রাতটা কাটিয়ে সকালের অপেক্ষা করছিলাম ফরজ গোসলের জন্য ।
এরমধ্যে জাওয অনেকদিন পর বাসায় আসেন এবং রাতে আমরা ইন্টিমেট হই । (কিছু সমস্যার জন্য তখনই গোসল করতে পারিনি, একদম অপারগ ছিলাম) । হায়েজের পবিত্রতার গোসল না করে ইন্টিমেট হয়ে মনে হচ্ছে আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি....
১) আমার প্রশ্ন হচ্ছে, হায়েজ থেকে ভালো হওয়ার পর - ফরজ গোসল ছাড়াই জাওযের সাথে অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যাওয়ায় কোনো গুনাহ হবে?