আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
সম্মানিত শায়েখ
আমার দাদার ৫ জন সন্তান আছে। ৫ জন সন্তানের মধ্যে একজন সন্তান ( আমার চাচা)যিনি ইন্তেকাল করেছেন, দাদার ইন্তেকালের পূর্বে। এখন আমার দাদা ও বেচে নেই।
আমার যে চাচা ইন্তেকাল করেছেন তিনি বিবাহিত ছিলেন, উনার কোনো সন্তান ছিলো না। বলাবাহুল্য চাচা ইন্তেকাল এর পূর্বে উনার স্ত্রীর অন্য একজন লোকের সঙ্গে পালিয়ে গিয়েছে তিনি আর ফিরে আসেনি।চাচার সঙ্গে উনার ডিভোর্স হয়ে গিয়েছে।
এখন প্রশ্ন হলো আমার দাদার অনেক সম্পত্তি রয়েছে,
১)দাদার সম্পত্তিতে মৃত চাচার ডিভোর্স প্রাপ্ত স্ত্রী অংশ পাবে কি-না?
২) দাদার সম্পত্তির অংশ এখন কে অথবা কারা পাবে?
ইন শা আল্লাহ পরামর্শ দিয়ে উপকার করবেন। জাজাকুমুল্লহ