আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শায়েখ!
আমি এই https://sohojbuy.com/ ওয়েবসাইটে এফিলিয়েট হিসেবে কাজ করি। তারা কিছুদিন পরপর রেফার কনটেস্টের আয়োজন করে। এই কন্টেস্টের নিয়মাবলি নিচে দেওয়া আছে। আমি এই কন্টেস্টে যোগ দিতে পারবো কি? কন্টেস্টটি আমার মূল কাজের চেয়ে আলাদা। আমি মূলত পণ্য বিক্রি করে দেই সে অনুযায়ী কিছু কমিশন পাই।
এই কন্টেস্টে যোগ দেওয়া জায়েজ হবে কি? ইনকাম হালাল হবে তো কন্টেস্টে জয়েন হয়ে??
কনটেস্টের নিয়মাবলী
- কনটেস্টের নাম '' লিডারশীপ কনটেস্ট ১১
- কনটেস্টের সময় জুলাই ১, ২০২৫থেকে অক্টোবর ৩০, ২০২৫
- যেকোন এফিলিয়েট যাদের একাউন্ট লিমিট হইনি (৩০ দিনের মধ্যে কোন এফিলিয়েটের কোন সেল না থাকলে তার একাউন্ট লিমিট হয়ে যায়, তখন সে সেকেন্ড লেভেল ইনকাম পাবেনা) এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
- কনটেস্টে অংশগ্রহনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।
- কনটেস্ট চলাকালীন যেকোন সময় কনটেস্ট অংশগ্রহন করা যাবে।
- কনটেস্টে অংশ নিতে কোন প্রকার ফী বা খরচ দিতে হবেনা, একদম ফ্রী।
- কনটেস্টের বিজয়ী নির্ধারন করা হবে পয়েন্টের ভিত্তিতে। প্রত্যেক প্রডাক্টেই নির্দিষ্ট পয়েন্ট রয়েছে। প্রডাক্ট ভেদে পয়েন্ট ০.২ থেকে ৫ পর্যন্ত হতে পারে।
- কনটেস্ট চলাকালিন সময়ে আপনার রেফার করা প্রত্যেক এফিলিয়েটের প্রতিটি কমপ্লিট সেল থেকে আপনি পাবেন পয়েন্ট। প্রত্যেকটি প্রত্যেকটি প্রডাক্টে পয়েন্ট থাকে। বেশিরভাগ প্রডাক্টেই একটি পয়েন্ট থাকে। তবে কোন কোন প্রডাক্টে কম (০.২ - ০.৯) বা বেশি পয়েন্ট (১.২-৫)) থাকতে পারে। কোন একটা অর্ডারে একটি প্রডাক্ট বিক্রি হলে ১ টি পয়েন্ট পাওয়া যাবে। দুইটি প্রডাক্ট বিক্রি হলে ২ টি পয়েন্ট পাওয়া যাবে।
- কনটেস্ট চলাকালিন সময়ে যদি আপনার কোন এফিলিয়েটের ৫ টি বা তার বেশি সেল কমপ্লিট হয় তাহলে তাকে বুস্টার এফিলিয়েট হিসেবে গন্য করা হবে। আপনার যত বেশি বুস্টার এফিলিয়েট হবে আপনার পয়েন্ট তত গুন বৃদ্ধি পাবে। যেমন: উদাহরণ ১: আপনার টিমের টোটাল সেল থেকে আপনি ৫০ পয়েন্ট পেলেন এবং আপনার টিমে ৫ জন বুস্টার এফিলিয়েট আছে। তাহলে আপনার মোট কনটেস্ট পয়েন্ট হবে ৫০x৫=২৫০ উদাহরণ ২: আরেকজনের টিমে টোটাল পয়েন্ট ১০০ এবং তার টিমে টোটাল বুস্টার মেম্বার ২ জন তাহলে তার মোট কনটেস্ট পয়েন্ট হবে ১০০x২=২০০. এখানে ২য় ব্যক্তির টিম সেল বেশি হলেও তার একটিভ মেম্বার কম থাকায় সে পিছিয়ে গেল।
- নিজের আইডিতে ৫ টা সেল হলে, নিজের আইডিটাও একটা বুস্টার এফিলিয়েট হিসেবে গননা করা হবে। এবং এটা তার রেফারারের জন্যও একটা বুস্টার এফিলিয়েট হিসেবে গন্য হবে। তবে নিজের সেল থেকে কোন পয়েন্ট পাওয়া যাবেনা
- কনটেস্টের প্রতিটি প্রতিযোগীকে একটি করে কনটেস্ট স্পন্সর প্যাকেজ কিনতে হবে।
- প্রাইজ ফান্ড হবে আনুমানিক ১,০০,০০০-২,০০,০০০ টাকা বা তার বেশি। প্রাইজ ফান্ড সংগ্রহ করা হবে এভাবে, প্রতিটি এফিলিয়েটেড সেল কমপ্লিট হলে প্রাইজ ফান্ডে ২০ টাকা করে জমা হবে। এছাড়া স্পন্সর নেওয়া হবে। দেশি বিদেশি স্পন্সরদের সাথে এ বিষয়ে কথা হচ্ছে।
- ২৫ অক্টোবর ২০২৫ তারিখে কনটেস্টের চুড়ান্ত বিজয়ী ঘোষনা করা হবে। বিজয়ী ঘোষনার পরবর্তী ১৫ দিনের মধ্যে বিজয়ীদের একাউন্টে পুরষ্কারের টাকা পৌছে যাবে।