আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
12 views
ago in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (26 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শায়েখ!

 

আমি এই https://sohojbuy.com/ ওয়েবসাইটে এফিলিয়েট হিসেবে কাজ করি। তারা কিছুদিন পরপর রেফার কনটেস্টের আয়োজন করে। এই কন্টেস্টের নিয়মাবলি নিচে দেওয়া আছে। আমি এই কন্টেস্টে যোগ দিতে পারবো কি? কন্টেস্টটি আমার মূল কাজের চেয়ে আলাদা। আমি মূলত পণ্য বিক্রি করে দেই সে অনুযায়ী কিছু কমিশন পাই।

এই কন্টেস্টে যোগ দেওয়া জায়েজ হবে কি? ইনকাম হালাল হবে তো কন্টেস্টে জয়েন হয়ে??

 

কনটেস্টের নিয়মাবলী

  1. কনটেস্টের নাম '' লিডারশীপ কনটেস্ট ১১
  2. কনটেস্টের সময় জুলাই ১, ২০২৫থেকে অক্টোবর ৩০, ২০২৫
  3. যেকোন এফিলিয়েট যাদের একাউন্ট লিমিট হইনি (৩০ দিনের মধ্যে কোন এফিলিয়েটের কোন সেল না থাকলে তার একাউন্ট লিমিট হয়ে যায়, তখন সে সেকেন্ড লেভেল ইনকাম পাবেনা) এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
  4. কনটেস্টে অংশগ্রহনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।
  5. কনটেস্ট চলাকালীন যেকোন সময় কনটেস্ট অংশগ্রহন করা যাবে।
  6. কনটেস্টে অংশ নিতে কোন প্রকার ফী বা খরচ দিতে হবেনা, একদম ফ্রী।
  7. কনটেস্টের বিজয়ী নির্ধারন করা হবে পয়েন্টের ভিত্তিতে। প্রত্যেক প্রডাক্টেই নির্দিষ্ট পয়েন্ট রয়েছে। প্রডাক্ট ভেদে পয়েন্ট ০.২ থেকে ৫ পর্যন্ত হতে পারে।
  8. কনটেস্ট চলাকালিন সময়ে আপনার রেফার করা প্রত্যেক এফিলিয়েটের প্রতিটি কমপ্লিট সেল থেকে আপনি পাবেন পয়েন্ট। প্রত্যেকটি প্রত্যেকটি প্রডাক্টে পয়েন্ট থাকে। বেশিরভাগ প্রডাক্টেই একটি পয়েন্ট থাকে। তবে কোন কোন প্রডাক্টে কম (০.২ - ০.৯) বা বেশি পয়েন্ট (১.২-৫)) থাকতে পারে। কোন একটা অর্ডারে একটি প্রডাক্ট বিক্রি হলে ১ টি পয়েন্ট পাওয়া যাবে। দুইটি প্রডাক্ট বিক্রি হলে ২ টি পয়েন্ট পাওয়া যাবে।
  9. কনটেস্ট চলাকালিন সময়ে যদি আপনার কোন এফিলিয়েটের ৫ টি বা তার বেশি সেল কমপ্লিট হয় তাহলে তাকে বুস্টার এফিলিয়েট হিসেবে গন্য করা হবে। আপনার যত বেশি বুস্টার এফিলিয়েট হবে আপনার পয়েন্ট তত গুন বৃদ্ধি পাবে। যেমন: উদাহরণ ১: আপনার টিমের টোটাল সেল থেকে আপনি ৫০ পয়েন্ট পেলেন এবং আপনার টিমে ৫ জন বুস্টার এফিলিয়েট আছে। তাহলে আপনার মোট কনটেস্ট পয়েন্ট হবে ৫০x৫=২৫০ উদাহরণ ২: আরেকজনের টিমে টোটাল পয়েন্ট ১০০ এবং তার টিমে টোটাল বুস্টার মেম্বার ২ জন তাহলে তার মোট কনটেস্ট পয়েন্ট হবে ১০০x২=২০০. এখানে ২য় ব্যক্তির টিম সেল বেশি হলেও তার একটিভ মেম্বার কম থাকায় সে পিছিয়ে গেল।
  10. নিজের আইডিতে ৫ টা সেল হলে, নিজের আইডিটাও একটা বুস্টার এফিলিয়েট হিসেবে গননা করা হবে। এবং এটা তার রেফারারের জন্যও একটা বুস্টার এফিলিয়েট হিসেবে গন্য হবে। তবে নিজের সেল থেকে কোন পয়েন্ট পাওয়া যাবেনা
  11. কনটেস্টের প্রতিটি প্রতিযোগীকে একটি করে কনটেস্ট স্পন্সর প্যাকেজ কিনতে হবে।
  12. প্রাইজ ফান্ড হবে আনুমানিক ১,০০,০০০-২,০০,০০০ টাকা বা তার বেশি। প্রাইজ ফান্ড সংগ্রহ করা হবে এভাবে, প্রতিটি এফিলিয়েটেড সেল কমপ্লিট হলে প্রাইজ ফান্ডে ২০ টাকা করে জমা হবে। এছাড়া স্পন্সর নেওয়া হবে। দেশি বিদেশি স্পন্সরদের সাথে এ বিষয়ে কথা হচ্ছে।
  13. ২৫ অক্টোবর ২০২৫ তারিখে কনটেস্টের চুড়ান্ত বিজয়ী ঘোষনা করা হবে। বিজয়ী ঘোষনার পরবর্তী ১৫ দিনের মধ্যে বিজয়ীদের একাউন্টে পুরষ্কারের টাকা পৌছে যাবে।

1 Answer

0 votes
ago by (651,720 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

হাদীস শরীফে এসেছেঃ
  
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبْهَاتِ استبرَأَ لدِينهِ وعِرْضِهِ ومَنْ وقَعَ فِي الشبُّهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا وَإِنَّ حِمَى اللهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُله أَلا وَهِيَ الْقَلْبُ.

নু’মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘হালাল এবং হারাম সুস্পষ্ট, আর ঊভয়ের মধ্যে অনেক সন্দেহজনক বিষয় বা বস্তু আছে।(যেগুলি হালালের অন্তর্ভুক্ত না হারামের অন্তর্ভুক্ত,) সে সম্পর্কে অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না। এরূপ ক্ষেত্রে যেই ব্যক্তি সন্দেহের বস্তুকে পরিহার করে চলবে, তার দ্বীন এবং আবরু-ইজ্জত, মান-সম্মান পাক-পবিত্র থাকবে। পক্ষান্তরে যেই ব্যক্তি সন্দেহের কাজে লিপ্ত হবে, সে অচিরেই হারামেও লিপ্ত হয়ে পড়বে। (ফলে তার দ্বীন এবং মান-সম্মান কলুষিত হবে।) যেমন যেই রাখাল তার পশুপালকে নিষিদ্ধ এলাকার সীমার ধারে চরাবে, খুব সম্ভব তার পশু নিষিদ্ধ এলাকার ভিতরেও মুখ ঢুকিয়ে দিবে। তোমরা ম্মরণ রেখো প্রত্যেক বাদশাই নিজ পশুপালের চারণভুমি (নিষিদ্ধ এলাকা) বানিয়ে রাখেন। তদ্রূপ (সকল বাদশাহর বাদশাহ) আল্লাহ তা’আলার চারণভূমি তাঁর হারাম বস্তুসমূহকে নির্ধারিত করে রেখেছেন। ‘মনে রেখো মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা রয়েছে, যা সঠিক থাকলে সমস্ত দেহই সঠিক থাকে। আর সেই অংশের বিকৃতি ঘটলে সম্পূর্ণ দেহেরই বিকৃতি ঘটে। সেই গোশতের টুকরাটি হল অন্তর’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৭৬২)।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ইনকামটি সন্দেহপূর্ণ,শরীয়ত বিরোধী অনেক কাজ আছে,তাই এ ধরনের কনটেস্টে অংশগ্রহণ এ পুরুস্কার গ্রহণ জায়েজ নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...