السلام عليكم ورحمة الله وبركاته
আমার ছেলে হাফেযী পড়ে, আমার স্বামী চায় সে জেনারেল লাইনে পড়ুকআমার ছেলে হাফেযী পড়ে, আমার স্বামী চায় সে জেনারেল লাইনে পড়ুক। এবং এই নিয়ে আমার সাথে অনেক ঝামেলা করে, এখন অবস্থা এমন যে ছেলেকে মাদ্রাসা থেকে সড়িয়ে নেয়ার উপক্রম।আমার স্বামী সালাত আদায় করেনা, দ্বীনি বিষয়ে খুবই খারাপ অবস্থা। তারপর আমার মেয়েকে বোরখা পড়ালে, খারাপ মন্তব্য করে,কটাক্ষ করে,অযাচিত কথা বলে, সে আমার ছেলের এবং মেয়ের দ্বীন পালনে বাধা প্রদানে অগ্রণী।এমতাবস্থায় আমি স্ত্রী হিসেবে আমার উপর কতটুকু দায়িত্ব বর্তায় এবং এক্ষেত্রে আমার কি করণীয় ,বিষিয়গুলা অসহনীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছে।। এবং এই নিয়ে আমার সাথে অনেক ঝামেলা করে, এখন অবস্থা এমন যে ছেলেকে মাদ্রাসা থেকে সড়িয়ে নেয়ার উপক্রম।আমার স্বামী সালাত আদায় করেনা, দ্বীনি বিষয়ে খুবই খারাপ অবস্থা। তারপর আমার মেয়েকে বোরখা পড়ালে, খারাপ মন্তব্য করে,কটাক্ষ করে,অযাচিত কথা বলে, সে আমার ছেলের এবং মেয়ের দ্বীন পালনে বাধা প্রদানে অগ্রণী।এমতাবস্থায় আমি স্ত্রী হিসেবে আমার উপর কতটুকু দায়িত্ব বর্তায় এবং এক্ষেত্রে আমার কি করণীয় অনুগ্রহ করে জানাবেন,বিষিয়গুলা অসহনীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছে।