আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । মুহতারাম, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার । একটি প্রতিষ্ঠান আমার থেকে লোগো ডিজাইন সেবা নিতে , পেমেন্ট করেছে। তাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম, তারা ডিজিটাল গুড্স তথা, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন এর ফরম্যাট, বিভিন্ন সফ্টওয়ার এর ক্র্যাক ভার্সন ও বিভিন্ন কাজ কারবার এর দলিল বা চুক্তি পত্র ইত্যাদির ফরম্যাট প্যাকেজ আকারে বিক্রি করে, ক্রেতারা এগুলো কিনে নিজেদের ক্লায়েন্টদেরকে প্রয়োজন মত এডিট করে সেবা দিবেন । এগুলো সব তারা একসাথে প্যাকেজ আকারে বিক্রি করছে । ডিজাইনগুলো সব তাদের নাও হতে পারে এবং সেখানে শরীয়াহ অনোনুমদিত ছবি থাকতে পারে, সফ্টওয়ার বোঝায় যায় সব আনঅফিশিয়ালভাবে সংগ্রহ করা আর দলিল বা অন্যান্য চুক্তির ফরম্যাট এর বিষয়ে সঠিকভাবে বলা যাচ্ছে না ।
এমতাবস্থায় এই প্রতিষ্ঠানকে লোগো ডিজাইন করে দেয়া কি জায়েজ হবে? উত্তরের অপেক্ষায় । জাযাকাল্লাহ।