আসসালামু আলাইকুম। আমি ৩৬ বছরের একজন নারী। সমস্যা হল আমি বয়স অনুপাতে দিন দিন দৈনন্দিন কাজ, ইবাদাত করার শক্তি হারিয়ে ফেলছি। আগে যে পরিমাণ কাজ করতে পারতাম তার অর্ধেক ও পারিনা। ইবাদাতেও ঘুম থেকে উঠতে পারিনা। খালি দুর্বল লাগে, ঘুম ঘুম লাগে, সারাক্ষণই ক্লান্ত অবসন্ন লাগে। খাবারে রুচি আছে আলহামদুলিল্লাহ, খুব পুষ্টিকর খাবারই খাচ্ছি নিয়মিত। তাও দুর্বল লাগে। এদিকে ওজন বাড়তি, কমাতে পারছিনা।
ইবাদাত ও সারাদিনের কাজ ঠিকঠাক করার জন্য শারীরিক শক্তি বাড়ানোর জন্য কি কি দোয়া আছে? বা আমি আসলে কি কর‍তে পারি?
পরামর্শ দিলে, দোয়া উল্লেখ করলে কৃতজ্ঞ হই