আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী, বয়স ২৪ বছর। দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া, ঘুম, ইস্তিঞ্জা ইত্যাদি কাজকর্মের ব্যপারে ও স্বনির্ভর। কিন্তু বুদ্ধির দিক থেকে বেশ অপরিপক্ব, ছোট বাচ্চাদের মতো আচরণ করে । যেমন নামাজ পড়তে হবে এটা ও জানে, কিন্তু নামাজে দাড়ালে এদিক ওদিক তাকায়, কেউ ডাকলে জওয়াব দেয়, এগুলো বোঝার মতো মানসিক যোগ্যতা ওর নেই। এছাড়া টাকা গুনা, সময় দেখা এগুলো পারে না। ওর নারী-পুরুষ জৈবিক আকর্ষন কতটুকু কাজ করে এটা বোঝা যায় না, তবে বৈবাহিক ব্যপারগুলো ও বোঝেনা। আবার যৌথ পরিবার হওয়ায় আমার আহলিয়ার সাথে যে পর্দা করতে হবে এটাও ওকে বুঝানো সম্ভব না। ওর সাথে আমার আহলিয়ার কতটুকু পর্দা মেনে চলা উচিত?