আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি অনলাইনে হালাল ব্যবসায় ইনভেস্ট করতে চাই। ফেসবুকে অনেক খোঁজার পর একটি পেইজের সন্ধান পাই। আমি নিচে তাদের বিনিয়োগ পদ্ধতি বিস্তারিত লিখে দিচ্ছি।
[বি.দ্র: তারা মহিলাদের জন্য বোরকার পাশাপাশি অনেক পাতলা ফ্যাশনাবল ড্রেসও তৈরি করে এবং বেপর্দা নারীদের দ্বারা ফেসবুকে বিজ্ঞাপন দেয়।] তাদের বিনিয়োগ পদ্ধতি সরাসরি কপি পেস্ট করে দিলাম।
"শপিং জোন বিডি লিমিটেড" হলো একটি ই-কমার্স, এফ-কমার্স এবং গার্মেন্টস উৎপাদনকারী ব্যবসায় প্রতিষ্ঠান। তাছাড়া শপিং জোন বিডির রয়েছে ঢাকা ও চট্টগ্রাম মিলে নিজস্ব ৫টি শো-রুম এবং একটি পার্লার। আমাদের রয়েছে নিজস্ব একটি পোশাক তৈরি কারখানা, যেখানে আছে ১০০ এর উপরে মেশিন এবং ২০০ জনের মত শ্রমিক। আমাদের পেইজে রয়েছে রেগুলার ১৯ লক্ষের কাস্টমারের পরিবার।
শপিং জোন বিডির যাত্রাঃ
২০১৯ সালের মে মাসের ৬ তারিখ।
আমাদের প্রোডাক্টসগুলো হচ্ছে- পাঞ্জাবি, ওয়ান-পিস, টু-পিস, থ্রি-পিস, আন্তর্জাতিক মানের কালার কসমেটিকস, স্কিন-কেয়ার প্রোডাক্ট। তাছাড়া আমাদের রয়েছে সব ধরনের বেবি আইটেম।
এই প্রোডাক্টগুলো শপিংজোনের নিজস্ব শোরুম এবং অনলাইন প্লাটফর্মে রেগুলার বিক্রি হচ্ছে এবং শীঘ্রই সারা বাংলাদেশে হোলসেলে বিভিন্ন শো-রুমে রেগুলার প্রোডাক্ট দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। মূলত, এখন দেশ এবং বিদেশে শপিং জোন বিডির প্রোডাক্টগুলোর অনেক বেশি চাহিদা থাকায় আমরা আমাদের ফ্যাক্টরীর প্রোডাকশন এবং কারখানা পরিধি সম্প্রসারণ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। ব্যবসায় সম্প্রসারণ করতে হলে অর্থনৈতিক সাপোর্ট খুব বেশি প্রয়োজন।
দুটি কারণে বিনিয়োগ নিচ্ছি-
ক. ব্যবসা বড় করা
খ. কিছু পরিবারকে বিনিয়োগে সুযোগ দেয়ার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা।
বিনিয়োগের টাকার পরিমানঃ
সর্বনিম্ন ১,০০,০০০/- (এক লক্ষ টাকা)।
মাসিক প্রফিটঃ
১ লক্ষ টাকায় মাসে ৩০০০ হাজার পিস ড্রেস তৈরি হয়, একটি ড্রেসে ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত লাভ দেয়া হবে। অনেক ক্ষেত্রে ২ টাকাও হতে পারে।
উদাহারণ;
ক. ৩০০০*১ = ৩০০০/-
খ. ৩০০০*১.৫০ = ৪৫০০/-
লিগেল ডকুমেন্টস যা বিনিয়োগকারীকে দেয়া হবেঃ
* উকিল কর্তৃক নোটারি করে ৩০০ টাকার স্টাম্প প্রদান।
* সমপরিমান ব্যাংক চেক প্রদান।
* ট্রেড লাইসেন্স, ইন-কর্পোরেশন সনদ সহ ব্যবসার সকল ডকুমেন্টসের ফটোকপি প্রদান।
বিনিয়োগ মেয়াদ কালঃ
★ সর্বনিম্ন মেয়াদ ০৬ মাস, সর্বোচ্চ মেয়াদ বিনিয়োগকারীর সদিচ্ছার উপরেই নির্ভর করবে (বিনিয়োগের টাকা নবায়নযোগ্য) ।
★ টাকা উত্তোলন করতে চাইলে ০৩ মাস পূর্বে অবহিত করতে হবে।
প্রশ্ন: উক্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ করা কি জায়েজ হবে?