আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
38 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (7 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি অনলাইনে হালাল ব্যবসায় ইনভেস্ট করতে চাই। ফেসবুকে অনেক খোঁজার পর একটি পেইজের সন্ধান পাই। আমি নিচে তাদের বিনিয়োগ পদ্ধতি বিস্তারিত লিখে দিচ্ছি।
[বি.দ্র: তারা মহিলাদের জন্য বোরকার পাশাপাশি অনেক পাতলা ফ্যাশনাবল ড্রেসও তৈরি করে এবং বেপর্দা নারীদের দ্বারা ফেসবুকে বিজ্ঞাপন দেয়।] তাদের বিনিয়োগ পদ্ধতি সরাসরি কপি পেস্ট করে দিলাম।

"শপিং জোন বিডি লিমিটেড" হলো একটি ই-কমার্স, এফ-কমার্স এবং গার্মেন্টস উৎপাদনকারী ব্যবসায় প্রতিষ্ঠান। তাছাড়া শপিং জোন বিডির রয়েছে ঢাকা ও চট্টগ্রাম মিলে নিজস্ব ৫টি শো-রুম এবং একটি পার্লার। আমাদের রয়েছে নিজস্ব একটি পোশাক তৈরি কারখানা, যেখানে আছে ১০০ এর উপরে মেশিন এবং ২০০ জনের মত শ্রমিক। আমাদের পেইজে রয়েছে রেগুলার ১৯ লক্ষের কাস্টমারের পরিবার।

শপিং জোন বিডির যাত্রাঃ
২০১৯ সালের মে মাসের ৬ তারিখ।

আমাদের প্রোডাক্টসগুলো হচ্ছে- পাঞ্জাবি, ওয়ান-পিস, টু-পিস, থ্রি-পিস, আন্তর্জাতিক মানের কালার কসমেটিকস, স্কিন-কেয়ার প্রোডাক্ট। তাছাড়া আমাদের রয়েছে সব ধরনের বেবি আইটেম।

এই প্রোডাক্টগুলো শপিংজোনের নিজস্ব শোরুম এবং অনলাইন প্লাটফর্মে রেগুলার বিক্রি হচ্ছে এবং শীঘ্রই সারা বাংলাদেশে হোলসেলে বিভিন্ন শো-রুমে রেগুলার প্রোডাক্ট দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। মূলত, এখন দেশ এবং বিদেশে শপিং জোন বিডির প্রোডাক্টগুলোর অনেক বেশি চাহিদা থাকায় আমরা আমাদের ফ্যাক্টরীর প্রোডাকশন এবং কারখানা পরিধি সম্প্রসারণ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। ব্যবসায় সম্প্রসারণ করতে হলে অর্থনৈতিক সাপোর্ট খুব বেশি প্রয়োজন।

দুটি কারণে বিনিয়োগ নিচ্ছি-
ক. ব্যবসা বড় করা
খ. কিছু পরিবারকে বিনিয়োগে সুযোগ দেয়ার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা।

বিনিয়োগের টাকার পরিমানঃ
সর্বনিম্ন ১,০০,০০০/- (এক লক্ষ টাকা)।

মাসিক প্রফিটঃ
১ লক্ষ টাকায় মাসে ৩০০০ হাজার পিস ড্রেস তৈরি হয়, একটি ড্রেসে ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত লাভ দেয়া হবে। অনেক ক্ষেত্রে ২ টাকাও হতে পারে।

উদাহারণ;
ক. ৩০০০*১ = ৩০০০/-
খ. ৩০০০*১.৫০ = ৪৫০০/-

লিগেল ডকুমেন্টস যা বিনিয়োগকারীকে দেয়া হবেঃ

* উকিল কর্তৃক নোটারি করে ৩০০ টাকার স্টাম্প প্রদান।
* সমপরিমান ব্যাংক চেক প্রদান।
* ট্রেড লাইসেন্স, ইন-কর্পোরেশন সনদ সহ ব্যবসার সকল ডকুমেন্টসের ফটোকপি প্রদান।

বিনিয়োগ মেয়াদ কালঃ

★ সর্বনিম্ন মেয়াদ ০৬ মাস, সর্বোচ্চ মেয়াদ বিনিয়োগকারীর সদিচ্ছার উপরেই নির্ভর করবে (বিনিয়োগের টাকা নবায়নযোগ্য) ।
★ টাকা উত্তোলন করতে চাইলে ০৩ মাস পূর্বে অবহিত করতে হবে।

 প্রশ্ন: উক্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ করা কি জায়েজ হবে?

1 Answer

0 votes
by (659,880 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://www.ifatwa.info/8955/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 

আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না।(সূরা নূর-১৯)

আল্লাহ তা'আলা অন্যত্র বলেন,
لُعِنَ الَّذِينَ كَفَرُواْ مِن بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ذَلِكَ بِمَا عَصَوا وَّكَانُواْ يَعْتَدُونَ ★كَانُواْ لاَ يَتَنَاهَوْنَ عَن مُّنكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُواْ يَفْعَلُونَ
বনী-ইসলাঈলের মধ্যে যারা কাফের, তাদেরকে দাউদ ও মরিয়মতনয় ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা একারণে যে, তারা অবাধ্যতা করত এবং সীমা লংঘন করত।তারা পরস্পরকে মন্দ কাজে নিষেধ করত না, যা তারা করত। তারা যা করত তা অবশ্যই মন্দ ছিল(সূরা মায়েদা-৭৮-৭৯)

আল্লাহ তা'আলা আরো বলেন,
مَا عِندَكُمْ يَنفَدُ وَمَا عِندَ اللّهِ بَاقٍ وَلَنَجْزِيَنَّ الَّذِينَ صَبَرُواْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُواْ يَعْمَلُونَ
তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে, কখনও তা শেষ হবে না। যারা সবর করে, আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত।(সূরা নাহল-৯৬)

আল্লাহ তা'আলা বলেন,
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা মায়েদা-০২)

হারাম ও অবৈধ কাজে সরাসরি সহযোগিতা হারাম।যাকে পরিভাষায় সববে ক্বারীব বলা হয়।যেমন,সুদের হিসাব সংরক্ষণ করা।বা মদের গ্লাস এগিয়ে দেয়া।তবে সরাসরি সহযোগিতা না হলে,সেটাতে অবশ্যই রুখসত থাকবে।

প্রশ্নের বিবরণ অনুযায়ী, যদি
মহিলা যুক্ত বিজ্ঞাপন দিয়ে ইনকাম করা হয়ে থাকে, তাহলে আমাদের জন্য ঐ সমস্ত বিজ্ঞাপন লিংকে ক্লিক করা ওয়েব ব্রাউজ করা কখনো জায়েয হবে না।ঐ সমস্ত বিজ্ঞাপনের প্রচার প্রসারে কোনো প্রকার সহযোগিতা করা কখনো জায়েয হবে না।যথাসম্ভব ঐ সমস্ত পণ্যর ক্রয়-বিক্রয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।তবে পণ্য হালাল হলে,যেহেতু টাকার বিনিময়ে ক্রয় করা হচ্ছে,তাই গায়ে হারাম ফটো থাকার দরুণ এগুলোর ব্যবহার হারাম হবে না।বিকল্প মানসম্মত কোনো পণ্য বাজারে পাওয়া গেলে,সেই পণ্যকে ক্ররিদ করাই উত্তম হবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে সমস্যা তিনটি।

এক, নারীদের দ্বারা ফেসবুকে পন্যের বিজ্ঞাপন দেয়া। যাহা কোনোক্রমেই জায়েজ। এতে স্পষ্ট যে আপনার হারাম কাজে সহযোগিতার গুনাহ হবে 

দুই, সেখানে বেপর্দা জাতীয় পোশাক, অনেক পাতলা ফ্যাশনাবল ড্রেস তৈরী হয়ে থাকে।
এক্ষেত্রে সমস্যা হলো,যারা পর্দা করে না,জেনে শুনে তাদের কাছে এসব পোশাক বিক্রি করা জায়েজ নেই।

সুতরাং এক্ষেত্রে উপরোক্ত সমস্যায় পড়তে হবে।

এ সংক্রান্ত জানুনঃ- 

তিন, এখানে লভ্যাংশ শতকরা হারে নির্দিষ্ট নয়, এবং লোকসান হলে সেক্ষেত্রে আপনাকে শরিক হতে হবে এমনটি উল্লেখ নেই।

আর এ বিষয়গুলো বাই'য়ে মুদারাবা চুক্তির স্পষ্ট লঙ্ঘন,তাই প্রশ্ন উল্লেখিত ছুরতে সেখানে ইনভেস্ট না করার পরামর্শ থাকবে।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...