অনেকেই ছোট্ট বেলা থেকে পরিপূর্ণ দ্বীন পালনে সচেতন থাকে না। তারা বিভিন্ন গুনাহ যেমন গান শোনা, পর্দা না করা, ফ্রি মিক্সিং এ জড়িত থাকে। আল্লাহর অশেষ রহমতে অনেকেই সেই সকল গুনাহ করা থেকে নিজেকে সরিয়ে আনে এবং হেদায়েত প্রাপ্ত হয়। তারা নিজেদের হেদায়েতের পথে আসার গল্প বলার সময় উল্লেখ করেন যে তারা আগে গান শুনতো, পর্দা করতো না, ফ্রি মিক্সিং এ জড়িত ছিল। আমার প্রশ্ন হচ্ছে ইসলামে যেহুতু আমাদের গুনাহ প্রকাশ করতে নিষেধ করা হয় সে ক্ষেত্রে হেদায়েতের পথে আসার গল্প বলার সময় নিজেদের পুরোনো গুনাহ প্রকাশ করা কি জায়েজ?