ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ঋণ দেওয়া-নেওয়ার মধ্যে কোনো খরচ হলে তা ঋণগ্রহীতা বহন করবে; ঋণদাতা নয়। সুতরাং বিকাশের মাধ্যমে ঋণ প্রদান করলে তার ক্যাশ-আউট করার খরচ ঋণগ্রহিতাকেই বহন করতে হবে। ঋণদাতাকে নয়।
মোটকথা,
ঋণ গ্রহণ এবং পরিশোধ করতে যেয়ে যত টাকাই সার্ভিস চার্জ আসবে, সেই সার্ভিস চার্জ ঋণগ্রহীতাকেই বহন করতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/113315
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফেরত দেওয়ার সময় ৩০০০টাকা ফিরিয়ে দিতে হবে।
(২)হায়েজ অবস্থায় সুরা হাশরের শেষ তিন আয়াত দু'আ হিসেবে পড়া যাবে।
(৩) হিফজ পরীক্ষার সময় হায়েজ থাকলে তখন কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
(৪)পরীক্ষার হলে কোনো প্রশ্ন নিয়ে সন্দিহান থাকলে এই উত্তরটা আরেকজন আরেকজনকে বলার সময় যদি শুনে ফেলা হয়, তাহরে তখন এটা লিখা যাবে।
(৫) প্রশ্নে কি বলা হয়েছে এটা জিজ্ঞেস করলে তখন বলা যাবে। তবে না বলাটা উত্তম। তবে উত্তর বলা যাবে না।
(৬)সফর দূরত্তের চেয়ে বেশি হলে অন্য মেয়েদের সাথে বাড়িতে যাওয়া যাবে। তবে মাহরাম থাকলে তখন মাহরামের সাথে যাওয়া আসা করতে হবে।