আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
12 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)

১))একজন আরেকজনকে টাকা ধার দিছে।যিনি ধার দিয়েছেন তিনি টাকাটা নগদ একাউন্টে পাঠিয়েছেন।এটা তোলার সময় ২০/৪০ টাকা খরচ হবে।ফেরত দেওয়ার সময় কিরকম ফেরত দিবে।যেমন ৩০০০ টাকা পাঠিয়েছে সে ২৯৮০ টাকা পেলো।ফেরত দেওয়ার সময় কি ২৯৮০ টাকা ফেরত দিবে যদি হাতে হাতে টাকা দেয়?আর মোবাইলে দিলে কি ৩০০০দিবে?

২)হায়েজ অবস্থায় সুরা হাশরের শেষ তিন আয়াত কি পড়া যাবে?

৩)অনেক সময় হিফজ  পরীক্ষার সময় হায়েজ থাকে।তখনকিভাবে হিফজ করবো?

৪)পরীক্ষার হলে কোনো প্রশ্ন নিয়ে সন্দিহান থাকলে এই উত্তরটা আরেকজন আরেকজনকে বলার সময় যদি শুনে ফেলি তখন এটা কি লিখা যাবে?

৫)কেউ যদি শুধু প্রশ্নে কি বলছে এটা জিজ্ঞেস করে তখন বলা যাবে?আবার অনেক সময় এমন হয় যে এটার আন্সার কি এই টপিকটা?হ্যা বা না কিছু বলতে পারবো?

৬)সফর দূরত্তের চেয়ে বেশি হলে অন্য মেয়েদের সাথে কি বাড়িতে যাওয়া যাবে?মা যদি বলে অন্যরা কেউ আসলো সাথে চলে আসতে তখন এটা না মানলে গুনাহ হবে?

1 Answer

0 votes
ago by (681,630 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ঋণ দেওয়া-নেওয়ার মধ্যে কোনো খরচ হলে তা ঋণগ্রহীতা বহন করবে; ঋণদাতা নয়। সুতরাং বিকাশের মাধ্যমে ঋণ প্রদান করলে তার ক্যাশ-আউট করার খরচ ঋণগ্রহিতাকেই বহন করতে হবে। ঋণদাতাকে নয়।

মোটকথা,
ঋণ গ্রহণ এবং পরিশোধ করতে যেয়ে যত টাকাই সার্ভিস চার্জ আসবে, সেই সার্ভিস চার্জ ঋণগ্রহীতাকেই বহন করতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/113315

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফেরত দেওয়ার সময় ৩০০০টাকা ফিরিয়ে দিতে হবে।

(২)হায়েজ অবস্থায় সুরা হাশরের শেষ তিন আয়াত দু'আ হিসেবে পড়া যাবে।

(৩) হিফজ পরীক্ষার সময় হায়েজ থাকলে তখন কর্তৃপক্ষকে অবগত করতে হবে। 

(৪)পরীক্ষার হলে কোনো প্রশ্ন নিয়ে সন্দিহান থাকলে এই উত্তরটা আরেকজন আরেকজনকে বলার সময় যদি শুনে ফেলা হয়, তাহরে তখন এটা লিখা যাবে।

(৫) প্রশ্নে কি বলা হয়েছে এটা জিজ্ঞেস করলে তখন বলা যাবে। তবে না বলাটা উত্তম।  তবে উত্তর বলা যাবে না। 

(৬)সফর দূরত্তের চেয়ে বেশি হলে অন্য মেয়েদের সাথে বাড়িতে যাওয়া যাবে। তবে মাহরাম থাকলে তখন মাহরামের সাথে যাওয়া আসা করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 252 views
0 votes
1 answer 210 views
...