আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ উস্তাজ।
এক বোনের প্রশ্ন:
১/ আলহামদুলিল্লাহ বিনা সুদে আল্লাহ্ র সন্তুষ্টি র জন্য মানুষ কে কর্য দিয়ে থাকি। আল্লাহ্ র রহমতে এর জন্য আমার নিজস্ব কর্মে হাসানা ফান্ডের মত আছে। কিন্তু মানুষ বেশির ভাগ সময় ফেরত দেয় না বা গড়িমসি করে। এ ক্ষেত্রে চাপ দিলে বা ঋন না দিলে কি আল্লাহ্ অসন্তুষ্ট হবেন?
২/ একজন মহিলা কে এমন ঋন দেবার পর আজ বাচ্চা অসুস্থ, কাল নিজে অসুস্থ, কখনো বৃষ্টি এগুলো বলে তিনি মাস ধরে ঘুরাচ্ছে। ৪৫০০০ টাকা ঋন নিয়েছেন। প্রতি মাসে ৯০০০ ফেরত দেবার কথা। আমি তাকে বলি নাই আমার টাকা । বলেছি ম্যানেজ করে দিব। এখন যদি তাকে বলি- "আপনার ও আপনার বাচ্চাকে আল্লাহ্ শিফা দান করুন। অলরেডি দুই টা মাস বাদ গেসে ইন্সটলমেন্ট, তৃতীয়টা আর কিছু দিন পর। দয়া করে আমাকে টাকা ফেরত দেবার নির্দিষ্ট দিন বলুন। "
এটা বল্লে কি আল্লাহ্ নারাজ হবেন? কিভাবে বলা উচিত হবে?
জাঝাকুমুল্লাহু খাইরন