আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
‌১.কোনো মেয়ে অনলাইনে ছবি আপলোড দিল।কেউ যদি ঐ মেয়ের ছবি ব্যাবহার করে ফেক আইডি খুললে কি তার হক নষ্ট হবে?
(বি:দ্র: এক্ষেত্রে মেয়েটির ক্ষতি করার উদ্দেশ্য না
বরং ফেক আইডি খুলে মজা নেওয়া উদ্দেশ্য)
২. ‌
https://ifatwa.info/123034/ এখানে ১ নং আপনি এমবি, ওয়াইফাই কানেকশন না রাখতে নিষেধ করেছেন। কিন্তু দ্বিনি কাজে ও পড়াশোনায় আমার নেট লাগে। এক্ষেত্রে আমি যদি আম্মুকে যথাসম্ভব বিরত রাখার চেষ্টা করি মিউজিকযুক্ত ভিডিও দেখা থেকে তবে কি আমি দায়মুক্ত হবো?
৩. কোনো ব্যাক্তি মেয়েদের চোখ টিপ মারে, আবার কোনো মেয়েকে উদ্দেশ্য করে চিৎকার করে "আই লাভ ইউ" বলে তবে কি সে ঐ মেয়ের হক নষ্ট করেছে?
৪. বায়ু আটকে রেখে ও প্রস্রাব-পায়খানর চাপ নিয়ে নামাজ আদায় করলে কি গুনাহ হবে?
৫.যিকির করছি এমন কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব?
৬.যদি ওয়াজিব নাহয় তবে যদি সালামের জবাব দেই তবে কি সওয়াব পাবো?
৭. কারো সাথে দেখা করার সময় অভিবাদন হিসেবে উভয়ের হাত মুঠো করে একে অপরের মুঠো একসাথে স্পর্শ করে অভিবাদন জানানো কি জায়েয?
৮.তুরি বাজানো কি জায়েয?
৯. নন -মাহরাম কেউ কোনকিছু জিজ্ঞাসা করলে মুখে না বলে মাথা নাড়িয়ে জবাব দিলে তা কি জায়েয?
১০. একবার আমাদের বাসায় পরিচিত আংকেল এর পরিবার থেকেছিল।ঐ আংকেল এর বাচ্চার একটি পেইড(খাতা) ছিল যা সে রেখে যায় ভুল করে।এখন আম্মু এই পেইডটি হিসাব নিকাশের কাজে ব্যাবহার করে।আম্মু লেখাপড়া না জানায় আমাকে মাঝেমধ্যে হিসাব লিখতে বলে।এখন এই হিসাব লিখা কি জায়েয?
১১. ১০ নং এর উত্তর যদি নাজায়েজ হয়। তবে আমি যদি কোনোভাবে ঐ পেইড এর মূল্য তাদের দিয়ে দেই তবে পেইডটি কি ব্যাবহার করা জায়েয হবে?
১৩. আমাদের পাঠ্যক্রমে "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর" নামক একজন লেখক এর লেখা পড়তে হয়।এখন তার নামে অর্থ দাড়ায় "ঈশ্বরের মতো দীপ্তিময়" বা "ভগবানের মতো উজ্জ্বল চাঁদ"(এআই থেকে সংগৃহীত) । এক্ষেত্রে তার নাম উচ্চারণ করলে কি গুণাহ হবে?
১৪. নামাজ শেষ করার সাথে সাথেই উঠে চলে যাওয়া কি জায়েয?
১৫.অনেক জায়াগায় ছেলে মেয়ে একসাথে লাইনে দাঁড়ায় (যেমন: ওয়াসার পানি নেওয়ার সময়)।প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে সেখানে লাইন ধরা জায়েয?
১৬. ধরুন, কোনো স্ত্রী তার স্বামীকে বলল যে তার সন্তান(বালেগ) অমুক খাবার খেতে চায়। কিন্তু সন্তান এই ব্যাপারে কোনো আগ্ৰহ প্রকাশ করেনি।স্বামী যদি সেই সন্তানকে খাবারটি কিনে দেয় তবে সন্তান এর জন্য সেই খাবার খাওয়া কি জায়েয?
১৭. নামাজ পড়ার সময় সিজদা দেওয়ার পর দেখা যায় যে আমি দাঁড়ানোর স্থান থেকে সরে গেছি।যা অনিচ্ছাকৃতভাবে হয়।এতে কি নামাজ ভেঙ্গে যাবে ?
১৮. কোনো ঘরের দরজা খোলা একেবারে ঐ দরজার ভিতরে অনিচ্ছাকৃতভাবে যদি চোখ পরে আর বেপর্দা মহিলা বা সতর খোলা কাউকে দেখা যায় তবে কি হক নষ্ট হবে? এবং এতে কি গুণাহ হবে?