আসসালামু আলাইকুম। হুজুর কেনায়া বাক্য কাকে বলে?
কেনায়া বাক্যের কিছু উদাহরণ: সম্পর্ক শেষ করলাম, সম্পর্ক ভেঙে দিলাম ইত্যাদি।
★ কিন্তু কেউ যদি বলে :বৈবাহিক সম্পর্কে সমস্যা করলাম এটি কি কেনায়া বাক্য হিসেবে বিবেচিত হবে?
নিশ্চই সমস্যা করা আর ভাঙা এক জিনিস নই?
কোনটা কেনায়া বাক্য হবে আর কোনটা কেনায়া বাক্য হবেনা এটা কীভাবে বুঝা যায়?