السلام عليكم ورحمه الله একটি অনলাইন পেজ থেকে কনটেস্টের হাদিয়া কাউকে পাঠাতে চাইলে হাদিয়া গ্রহীতাকে শুধুমাত্র কুরিয়ার চার্জ টুকু দিয়ে হাদিয়া নিতে হবে, কন্টেস্টের রুলসে এটা উল্লেখ করা ছিল কনটেস্ট বিজয়ী কে কুরিয়ার চার্জ টুকু নিজে বহন করতে হবে। এক্ষেত্রে শরীয়তের কি কোন নিষেধাজ্ঞা আছে? হাদিয়া গ্রহীতা কুরিয়ার চার্জ দিলে গুনাহগার /অনুত্তম কাজ হবে? নাকি যিনি হাদিয়া পাঠাচ্ছেন তাকেই সম্পূর্ণ হাদিয়ার টাকা চার্জ উভয়ই বহন করতে হবে?