আসসালামু আলাইকুম
১. আমার গোসল ফরজ হয়েছিলো। পরবর্তিতে ফরজ গোসলের কথা ভুলে যাই কিন্তু গোসল করেছিলাম। এবং গোসলে লজ্জাস্থানসহ পুরো শরীর সাবান দিয়ে ধুয়ে ভালোভাবেই গোসল করেছিলাম। আমার ফরজ গোসল কি আদায় হয়েছিলো? আমি নামাজ পরেছিলাম অই গোসল করে, নামাজ কি আবার আদায় করতে হবে?
২. আমার হাটুতে ক্ষত ছিলো এবং আমি আগের কয়েক ওয়াক্তের কাযা নামাজ আদায় করি। নামাজ শেষ হওয়ার পর আমি লক্ষ করি ক্ষত স্থান থেকে পানি বের হয়ে গড়িয়ে পরেছে। কিন্তু এটি কখন বের হয়েছে, নামাজের আগে নাকি মাঝে এর কোনো ধারণা নাই আমার। এখন কি করণীয়? সবগুলো নামাজ আবার আদায় করতে হবে?