আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
স্বামী স্ত্রীর কোনো ধরনের হক পালন করে না, স্ত্রীকে নিজের সাথে রাখতে চায় না। বদমেজাজি ও অশ্লীলতা ও অন্য নারীতে আসক্ত। ১/২ বছর যাবৎ ঝগড়াঝাটি। দুজনে আলাদা যায়গায় থাকে। এসব কারনে স্ত্রী তালাক চায়।
স্বামী বিভিন্ন দিনে মোবাইলে মেসেজে ঝগড়ার সময় বলে "তোর সাথে আর আগাবো না " "তুই ছাড়তো আমাকে "
স্ত্রী মুখে তালাক চাইলে বলে " নিজে থেকে চলে যা " "তোকে আটকাই রাখি নি "
আরেকদিন বলে " তুমি অন্য খানে বিয়ে করে নেও" " তুমি কি করবা তোমার ইচ্ছে " " তুমি নিজের পথ দেখো"
অন্য দিন বলে " তালাক লাগলে বল " তখন স্ত্রী বলে "হম লাগবে " স্বামী বলে "নে " কিন্তু স্বামী মুখে বলে না।
কিছু দিন পর এই কথাগুলোর ওপর ভিত্তি করে স্ত্রী যদি স্বামীকে বলে যে " আমি নিজে থেকে তালাক নিলাম "" আমি খোলা তালাক নিলাম " স্বামী তখন বলে যে " মুখে তালাক না বললে আর স্ত্রী নিজ কানে না শুনলে তালাক হবে না"
উপরিউক্ত বাক্যগুলো দ্বারা কি তালাক কার্যকর হবে?