আসসালামু আলাইকুম। এক বোনের প্রশ্নঃ
আমার সমস্যা হচ্ছে পিরিয়ড শুরু হয়। লাল কালার দেখি।পরে আবার সাভাবিক দেখি। পরে নামাজ পরি।আবার লাল দেখি।এমন সমস্যাতে কি করা উচিত। নামাজ পড়া নাকি না পড়া। এমন হয়েছে রোজা রেখেছি।পরে আবার ব্লিডিং দেখা দিছে। মাসিক শুরু হলে ২ দিন রক্ত দেখা যায়, তারপর আবার ২-৩ দিন রক্ত দেখাই যায় না, তারপর আবার রক্ত দেখা যায়, এভাবে ১০-১৫ দিন থাকে প্রতি মাসেই। আমার প্রশ্ন হল, মাঝে যে ২ দিন রক্ত পড়ে নাই, সেই ২ দিন নামাজ রোজা করব কিনা?৭ দিনের বেশি মাসিক থাকলে সেক্ষেত্রে আমি কবে আর কিভাবে পবিত্রতা অরজন করে নামাজ রোজা করতে পারব? ২০২৩ সালের নভেম্বর মাস থেকেই এমন, ওষুধ খেলে ঠিক হয়ে যায়, কিন্তু ওষুধ খাওা বন্ধ করলেই আবার একি সমস্যা শুরু হয়।