আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু, ছেলে বাচ্চার নাম " হানযালা উমাইর ইযহান" আর মেয়ে বাবুর নাম "তাজীন আয়াত নুসাইবা" রাখা যাবে কিনা। নামগুলোর সঠিক উচ্চারণ বলবেন দয়া করে  আরবিতে এবং বাংলাতে।

1 Answer

0 votes
ago by (649,470 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। 

হাদীস শরীফে এসেছেঃ- 
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)

عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ

আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯৪৮, সুনানে দারিমী, হাদীস নং-২৭৩৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮২৭]

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
★ حَنْظَل ، حَنْظَلَة
[হান্যল, হানযালাহ] শব্দের অর্থঃ-
হানযাল: তরমুজের মত মাটিতে গড়ানো অবস্থায় ফলে এমন একপ্রকার লেবুজাতীয় টক ফল ও তার গাছ
colocynth

হানযালা (حنظلة) শব্দের অর্থ:
একটি গাছ বা উদ্ভিদের নাম – হানযালা হল একটি মরু অঞ্চলে জন্মানো তিক্ত স্বাদের গুল্মজাতীয় উদ্ভিদ (Colocynth বা Bitter Apple)। এটি ঔষধি গুণে ভরপুর হলেও স্বাদে অত্যন্ত তিক্ত।

তীব্র বা তিক্ত কিছু – রূপক অর্থে এটি এমন কিছু বোঝাতে পারে যা তিক্ত বা কঠিন।

ইসলামি ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম – হানযালা ইবনু আবু আমির একজন বিখ্যাত সাহাবি ছিলেন যিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। তিনি “গাসিলুল মালায়িকা” নামে পরিচিত, কারণ বলা হয়, শহীদ হওয়ার পর ফেরেশতারা তাঁর গোসল করিয়েছিলেন।

★ عُمْر ، عُمُر ج أَعْمَار
['উম্র, 'উমুর] শব্দের অর্থঃ-
জীবনকাল
জীবদ্দশা
জীবন
বয়স
দাঁতের ফাঁকের মাংস
ধর্মশালা
উপাসনালয়
মসজিদ
মন্দির
গীর্জা

উমায়ের (উচ্চারণ: Umayr বা Umair, আরবি: عُمَيْر)

উমায়ের (Umair / Umayr) নামের অর্থ:

ছোট উমর বা ছোট জীবনের অধিকারী
– 'উমায়ের' নামটি মূল আরবি শব্দ ‘ʿUmair’ (عُمَيْر) থেকে এসেছে, যা হলো 'উমর' শব্দের সংক্ষিপ্ত বা মমতাময় রূপ। এটি প্রায়ই ছোট ছেলে বা শিশুর জন্য ভালোবাসাসূচক নামে ব্যবহৃত হয়।

জীবনশক্তি সম্পন্ন ব্যক্তি
– 'উমর' অর্থ "জীবন" বা "আয়ু", তাই 'উমায়ের' অর্থ দাঁড়ায় “ছোট জীবনের অধিকারী” বা “উজ্জ্বল-আয়ুর মানুষ”।

ঐতিহাসিক গুরুত্ব
ইসলামের ইতিহাসে উমায়ের ইবন হুমাম নামে একজন সাহাবি ছিলেন, যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন।

★ইযহান নামের অর্থ হল "আল্লাহর কাছ থেকে উপহার" বা "যে আল্লাহর নিয়ম অনুসরণ করে"। এটি একটি আরবি নাম এবং সাধারণত ছেলেদের জন্য রাখা হয়। 
ইযহান নামের অর্থ "উপহার" বা "উপহারস্বরূপ" এবং এটি আল্লাহর পক্ষ থেকে আসা উপহার হিসেবে ধরা হয়। 

(০২)
★ تَأَذَّنَ (تَأَذُّن) [أذن]
[তাআয্যানা]
ঘোষণা করা
জানিয়ে দেওয়া

أَذَان
[আযান]
অবহিতকরণ
আযান: নামাযের আহবান

তাযয়ীন (Tazeen / تزيين) নামের অর্থ:
শোভা, সৌন্দর্য বা অলংকরণ।

সজ্জা / সাজসজ্জা
এটি এমন কিছুকে বোঝায় যা সুন্দরভাবে সাজানো বা অলংকৃত হয়েছে।

আভিজাত্য ও রুচিশীলতা
রূপক অর্থে, কারও ভেতরের বা বাহ্যিক সৌন্দর্য, রুচি ও শালীনতার দিক বোঝাতেও এটি ব্যবহৃত হয়।

★ آيَة ج آيَات ، آي [أوي]
[আয়াহ/আয়াত] শব্দের অর্থঃ-
শিক্ষা
চিহ্ন
নিদর্শন
দৃষ্টান্ত
নমুনা
(কোরআনের) আয়াত আদর্শ
বিধান
অলৌকিক বস্তু
 মু'জেযা।

★নুসাইবা নামের অর্থ উপযুক্ত, ভদ্রমহিলা বা আভিজাত্য। 

"নুসাইবা" নামটি এমন একজন মহিলাকে বোঝায় যিনি সম্মানিত, মর্যাদাবান ও সাহসী।

উজ্জ্বল ও সুবিন্যস্ত বংশের নারী
নামটি উত্কৃষ্ট বংশ / সুপরিচিত গোত্র থেকে আগত একজন মহিলার পরিচায়ক হিসেবেও ব্যবহৃত হত।

ইতিহাসের গুরুত্বপূর্ণ নারী সাহাবিয়া নুসাইবা বিনতে কাব (رضي الله عنها) তিনি ছিলেন ইসলামের ইতিহাসে এক মহান নারী সাহাবি।

তিনি ছিলেন একজন যোদ্ধা ও রক্ষাকারী, যিনি উহুদের যুদ্ধে অংশ নেন এবং রাসূলুল্লাহ ﷺ-কে রক্ষা করেন।

তাঁকে বলা হয়: "মুহাম্মদের রক্ষাকারী" (The defender of Muhammad ﷺ)।
(কিছু তথ্য সংগৃহীত।)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
ছেলে বাচ্চার নাম " হানযালা উমাইর ইযহান" (حنظلة عمير اذحان) আর মেয়ে বাবুর নাম "তা'যীন আয়াত নুসাইবা" (تأذين آيات نسيبة) রাখা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...