আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
10 views
ago in সালাত(Prayer) by (22 points)
السلام عليكم و رحمة الله و بركاته

উস্তায, আমি আলিম ২য় সেমিতে নামাজের নিয়ম যেটা শিখেছি, আলহামদুলিল্লাহ্। পায়ের গোড়ালি ঢেকে রাখা সতরের অন্তর্ভুক্ত এতটুকু আমি জানি। সেই হিসেবে নামাজে দাড়ানোর সময় পরিধানের পোষাক স্বাভাবিকের চেয়ে বিঘত খানেক ঝুলিয়ে দেই। যাতে করে রুকু কিংবা সিজদাতে সতর উন্মুক্ত হয়ে না যায়।

 অনেক বোনকে বলতে শুনেছি পায়ের তলা (যেই অংশ দিয়ে আমরা হাঁটাচলা করি) শুধু সেই অংশটুকু ব্যতীত সম্পুর্ন পা ঢেকে রাখা উচিত। সুতরাং পায়ের উপরিভাগ ঢেকে রাখার উত্তম উপায় হিসেবে তারা মোজা পরিধান করে নামাজ পরে।

প্রশ্ন:

১. নামাজে সতর নিয়ে কি আমার আরও সতর্ক হওয়া উচিত? (ফরজ ছেড়ে দিয়ে এভাবে ছোট ছোট বিষয় নিয়ে প্রশ্ন করাতে আমিও লজ্জাবোধ করছি উস্তায, আফওয়ান। পরিস্থিতির স্বীকার হয়ে প্রশ্ন না করে থাকতে পারলাম না)

২. ইদানীং মেয়েদের পায়জামার কিছু ডিজাইন বের হয়েছে যেমন, গোড়ালির উপরের দিকটায় চিকন সুতার লেজফিতার কাজ কিংবা নেটের পাতলা কাপড়ের সুন্দর কারুকাজ। যেখানে ফাঁকা ফাঁকা কিছু অংশ থাকে, অথবা নেটের পাতলা কাপড় হওয়ায় বাইরে থেকে পায়ের কিছু অংশ, হাতের কিছু অংশ দেখা যায়। এককথায় নেটের কাপড় হওয়াতে বাইরে থেকে ভেতরের শরীরের কিছু কিছু অংশ দেখা যায়, যদিও তা খুব সামান্য অংশ।

এসব নেটের ডিজাইনওয়ালা কাপড় পড়ে নামাজ পরলে সতর ঢাকা হয়েছে বলে গন্য হবে কি?

1 Answer

0 votes
ago by (649,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/49831/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ

আল্লাহ তাআলা খিমার পরিধান করা ব্যতীত কোন প্রাপ্ত বয়স্কা নারীর নামাজ কবুল করেন না। (সুনান আবু দাউদ ৬৪১)

অন্য বর্ণনায় এসেছে-
عَنْ عَائِشَةَ: «أَنَّهَا كَانَتْ تَطُوفُ بِالْبَيْتِ وَهِيَ مُنْتَقِبَةً»

হযরত আয়শা সিদ্দিকা রাঃ বাইতুল্লাহ তওয়াফ করতেন পর্দাবৃত অবস্থায়। {মুসন্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৮৮৫৯}


মহিলাদের সতর কতটুকু? 

ﻭَﻟِﻠْﺤُﺮَّﺓِ ﺟَﻤِﻴﻊُ ﺑَﺪَﻧِﻬَﺎ ﺧَﻠَﺎ ﺍﻟْﻮَﺟْﻪِ ﻭَﺍﻟْﻜَﻔَّﻴْﻦِ ﻭَﺍﻟْﻘَﺪَﻣَﻴْﻦ
মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া মহিলাদের সারা শরীরই সতর। (রদ্দুল মুহতার ১/৪০৪)

সুতরাং নামাজের সময় মহিলাদের জন্য পরপুরুষ দেখার সম্ভাবনা না থাকলে মুখমণ্ডল, দু হাতের কব্জি ও পায়ের পাতা খোলা রাখা আবশ্যক নয়।

★মহিলারা নামাজে টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া পুরো অংশ ডাকবে।
টাখনুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ।
সতর্কতামূলক গোড়ালি পর্যন্ত ঢাকা উচিত।

উল্লেখিত কিতাবে পায়ের নলা বলতে টাখনুর পিছনের সাইটের পুরো রগ উদ্দেশ্য। 
এখানে গোড়ালি পর্যন্ত ঢাকার কথা বুঝা যায়।

★মহিলাদের জন্য হাতের ক্ষেত্রে শুধু কনুই ঢাকলে হবেনা,
হাতের কব্জি পর্যন্ত ঢাকা ফরজ।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
আপনি যেভাবে নামাজ পড়ছেন, এটি যথেষ্ট। আর অতিরিক্ত সতর্ক হতে হবে না।

"পায়ের তলা (যেই অংশ দিয়ে আমরা হাঁটাচলা করি) শুধু সেই অংশটুকু ব্যতীত সম্পুর্ন পা ঢেকে রাখা উচিত"

এ কথা সহীহ নয়।

(০২)
প্রশ্নের বিবরন মতে এসব নেটের ডিজাইনওয়ালা কাপড় পড়ে নামাজ পরলে যদি শরীরের কিছু অংশ হলেও বাহির থেকে দেখা যায়,তাহলে পূর্ণ সতর ঢাকা হয়েছে বলে গন্য হবেনা।

তবে এটি সামান্য অংশ হওয়ায় এমন কাপড়ে নামাজ আদায় করলে সেই নামাজ আদায় হয়ে যাবে। পুনরায় সেই নামাজ আদায় করতে হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...