السلام عليكم و رحمة الله و بركاته
উস্তায, আমি আলিম ২য় সেমিতে নামাজের নিয়ম যেটা শিখেছি, আলহামদুলিল্লাহ্। পায়ের গোড়ালি ঢেকে রাখা সতরের অন্তর্ভুক্ত এতটুকু আমি জানি। সেই হিসেবে নামাজে দাড়ানোর সময় পরিধানের পোষাক স্বাভাবিকের চেয়ে বিঘত খানেক ঝুলিয়ে দেই। যাতে করে রুকু কিংবা সিজদাতে সতর উন্মুক্ত হয়ে না যায়।
অনেক বোনকে বলতে শুনেছি পায়ের তলা (যেই অংশ দিয়ে আমরা হাঁটাচলা করি) শুধু সেই অংশটুকু ব্যতীত সম্পুর্ন পা ঢেকে রাখা উচিত। সুতরাং পায়ের উপরিভাগ ঢেকে রাখার উত্তম উপায় হিসেবে তারা মোজা পরিধান করে নামাজ পরে।
প্রশ্ন:
১. নামাজে সতর নিয়ে কি আমার আরও সতর্ক হওয়া উচিত? (ফরজ ছেড়ে দিয়ে এভাবে ছোট ছোট বিষয় নিয়ে প্রশ্ন করাতে আমিও লজ্জাবোধ করছি উস্তায, আফওয়ান। পরিস্থিতির স্বীকার হয়ে প্রশ্ন না করে থাকতে পারলাম না)
২. ইদানীং মেয়েদের পায়জামার কিছু ডিজাইন বের হয়েছে যেমন, গোড়ালির উপরের দিকটায় চিকন সুতার লেজফিতার কাজ কিংবা নেটের পাতলা কাপড়ের সুন্দর কারুকাজ। যেখানে ফাঁকা ফাঁকা কিছু অংশ থাকে, অথবা নেটের পাতলা কাপড় হওয়ায় বাইরে থেকে পায়ের কিছু অংশ, হাতের কিছু অংশ দেখা যায়। এককথায় নেটের কাপড় হওয়াতে বাইরে থেকে ভেতরের শরীরের কিছু কিছু অংশ দেখা যায়, যদিও তা খুব সামান্য অংশ।
এসব নেটের ডিজাইনওয়ালা কাপড় পড়ে নামাজ পরলে সতর ঢাকা হয়েছে বলে গন্য হবে কি?