আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় নিয়ে ইস্তেখারা করছিলাম। গত ছয় মাস আগে একটা বিষয় নিয়ে ইস্তেখারা করেছিলাম। তখন স্বপ্নে কিছু দেখিনি স্পেসিফিক্যালি। কিন্তু মনে মনে খুব তাড়না অনুভব করি, এবং সেটাই করি। আমি একজন নারী চিকিৎসক। উচ্চশিক্ষার জন্য গাইনির একটা কোর্সে আছি। দুই বছর কোর্সের পার হয়েছে। পাঁচ বছরের কোর্সটা। আমার স্বামী এবং আমি আলহামদুলিল্লাহ প্র্যাকটিসিং। আমার স্বামী ও একজন ডাক্তার। কিন্তু আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়ায় যথেষ্ট ঘাটতি আছে। নিজেদের বোঝাপড়ার সমস্যা, কোর্সটাতে পর্দার সমস্যা হবে (ওটি করার সময় সতর উন্মুক্ত হবে এবং ওটিতে পুরুষ staff থাকেন, এছাড়াও কন্ঠের পর্দা নষ্ট হবে, বাইরে কাজ করতে গেলে বাচ্চাকে ও সংসারে যথেষ্ট সময় দেখতে পারবো না ইত্যাদি), পেশাগত জীবনের স্ট্রেস , পেশাগত জীবনে দুনিয়াবী শো অফ এর পরিবেশ ইত্যাদি সব সমস্যা মিলে, এবং হঠাৎ করে দীনের বুঝ আসার জন্য ইস্তেখারা শুরু করি। স্বপ্নে কিছু দেখি না কিন্তু খুব বেশি মনে মনে তাড়না অনুভব করি কোর্সে জয়েন না করার। এজন্য ছয় মাস ছুটি নিই।ছুটি এখন শেষের দিকে।আবার ইস্তেখারা শুরু করেছিলাম আসলে জয়েন করব কিনা। ইস্তেখারায় কিছু স্বপ্ন দেখি।
১.একদিন বাইরে যাচ্ছি কিছু অপরিচিত ছেলেদের সঙ্গে। এর মধ্যে দু একজনকে চিনি (কোর্সের প্রথম দিকে আমাদেরকে মেইল কিছু ওয়ার্ডে কাজ করতে হয় , সেখানে কিছু পুরুষ কলিগ ছিল)। সন্ধ্যা হয়ে যাওয়ার, এবং বুঝতে পারি ফিরতে দেরি হয়ে যাবে, সেজন্য আমি চলে আসি।
২.অন্য একদিন স্বপ্নে দেখি, আমার এক বান্ধবী (যে গাইনিতে অন্য একটা কোর্স করছে) তার পরীক্ষা হলে আমি ঢুকি।কথাবার্তা বলতে থাকি । হঠাৎ করে পুরুষ পরীক্ষক একজন ক্লাসে ঢুকেন। এবং আমি পরীক্ষার্থী ছিলাম না, বের হয়ে আসি।
উল্লেখ্য যে , এর কিছুদিন পর বিসিএস পরীক্ষা হয়। আমার ওই পরীক্ষায় বান্ধবী এডেন্ড করে কিন্তু আমি বিসিএস দিই না।এখন এটার কারণে কিনা নাকি আমার কোর্সের কোন কিছুর কারণে বুঝতে পারলাম না ।
৩.আমি প্রায়ই, পুরুষ কলিগদের স্বপ্নে দেখি, অথচ তাদের নিয়ে কখনো চিন্তা করি না। মাঝে মাঝে চোখের পর্দার হেফাজত করা আমার জন্য আসলেই কঠিন হয়ে যায়। যদিও এখন, শুধু ফিমেল পরিবেশ । কিন্তু পুরুষ, রোগীর লোক, অনেসথেসিওলজিস্ট (পুরুষ থাকেন), অফিসিয়াল কাজে পুরুষদের সাথে কথা বলা ইত্যাদি করা লাগতে পারে।
৪ আরেকটা স্বপ্ন ইস্তেখারার সময় এবং আগেও দেখেছি , প্রায়ই এটা দেখি, আমার বাবা আমার দিকে আসছেন / স্বামীর জায়গায় বাবাকে দেখছি। স্বামীর কাজ গুলি বাবা করছেন। খুব কষ্ট পাচ্ছি তখন। স্বামীর হক নষ্ট হচ্ছে বুঝতে পারছি। স্বপ্নে স্বামীকে বাবার জায়গায় দেখছিলাম। এগুলি কি কোন অর্থ বহন করে? আমি অনেক বেশি ইস্তেগফার করি আলহামদুলিল্লাহ।
আমি স্বপ্নে এগুলি দেখছি, কিন্তু, দ্বীনদার আপুর সাথে কথা বললাম, উনি বললেন, আপনার কোর্সটা ছেড়ে দেওয়াই ভালো হবে। এটাই আপনার ইস্তেখারা রেজাল্ট। আল্লাহ আমাকে আপনার জন্য বলাচ্ছেন।
কিন্তু মনে মনে, আমি ফিল করছি, আমার মনে হয় কোর্সটা করা উচিত। ডাক্তার হয়ে একবারে বাসায় থাকব, এটাও মানতে পারছি না। আবার ভাবছি এই অল্প দিনের জিন্দেগীতে স্বামীর সাথে রেষারেষি সম্পর্ক (আমি সার্জন কিন্তু আমার স্বামীর কোর্স অন্য সাবজেক্টে, সেজন্য পেশাগত দিক থেকে দ্বন্দ্ব তার মধ্যে রয়ে যাবে,এতে করে দুজনের মন মনের দূরত্ব অনেক বেশি বেড়ে যেতে পারে, কোর্স কমপ্লিট হওয়ার পর। উনি,এমনিতেই আমার সাথে দূরত্ব মেইনটেইন করেন,ভাবেন আমি ডাক্তার দেখে অহংকারী, কিন্তু আমি আল্লাহকে ভয় করি , অহংকার করতে চাই না , কিন্তু উনাকে বোঝানো কোনোভাবেই পসিবল না , উনি আমার কোন কথাই বিষয় শুনতে চায় না।) আমার স্বামী উনি,ছোট ডিগ্রি করেছেন, এবং চেয়েছিলেন আমিও যেন সেই ডিগ্রি করি, কিন্তু ভাগ্যক্রমে আমার বড় ডিগ্রিতে সুযোগ হয়ে যায় । এখন পাশ করার পরে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যাওয়া সম্ভাবনা কি আরও বেশি আছে ??? যেহেতু সবকিছুতে উনি আমাকে ডমিনেট করতে চান। সেজন্য আল্লাহর কাছে বারবার চাচ্ছি উনি একটা সমাধান দিয়ে দেন। কিছুতেই বুঝতে পারছি না, কি করব? অনেক বেশি ইস্তেখারা করছি অনেক বেশি দোয়া করছি। আমার স্বপ্ন গুলি কি কোন বিশেষ অর্থ বহন করে?
আমার আসলে কি করা উচিত? এক্ষেত্রে, ভয় হচ্ছে, স্বামী যেহেতু অনেক বেশি আগ্রহী ছিল না আমার ক্যারিয়ারের বিষয়ে (আমার বাবার কথার প্রেক্ষিতেই উনি ক্যারিয়ার করতে দিতে রাজি হয়েছেন), এক্ষেত্রে মৌখিক সম্মতি আছে ওনার। কিন্তু ওয়াইফ ওনার থেকে বড় কোন ডিগ্রি করছেন, এটা স্বাভাবিকভাবেই উনার মেইল ইগো হার্ট করছে। এ অবস্থায় উপরোক্ত সমস্ত বিষয়াদি সাপেক্ষে, আসলে আমার কোন দিকে আগানো ভালো হবে যদি কাইন্ডলি বলতেন। এ বিষয়ে হাজবেন্ডের সাথে আলোচনা করে সমাধান করা কোনভাবেই পসিবল না। এই বিষয়ে কথা বলতে গেলেই উনি রেগে যান। বলেন আমার বাবা-মার সাথে কথা বলে ডিসিশন নেয়ার। দয়া করে কোন দিকে আগানো উচিত, স্বপ্ন গুলি কোন স্পেসিফিক অর্থ বহন করে কিনা, ঐ আপুটার কথাগুলোও মাথায় ঘুরছে ইত্যাদি সবকিছু মিলিয়ে,কোন দিকে গেলে ভালো হবে?খুব বেশি পেরেশানিতে আছি। দ্বিধাদ্বন্দ্বে ভুগছি।
অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, উত্তরটা দিয়ে, ২/১ দিনের মধ্যেই আমার এই পোস্টটা ডিলিট করে দিলে খুব খুশি হব, যেহেতু আমার স্বামী আমার ফোন হাতে নেয় ও কিছু সেনসিটিভ বিষয় রয়েছে এখানে। দয়া করে রিকোয়েস্ট টা রাখবেন