আসসালামু আলাইকুম,
আমার পিতা সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বেদাত হওয়ার কারণে ৩দিনা, ৭দিনা, চল্লিশা ইত্যাদি করছি না। কিন্তু আমার পিতা আত্মীয়-স্বজনদের খাওয়াতে - আপ্যায়ন করতে খুবই ভালোবাসতেন, তাই আমরা প্ল্যান করেছি, আব্বার মাগফেরাতের আশায় আত্মীয়-স্বজনের বাড়িতে খাবার পাঠাবো,এইটি কী জায়েজ?
আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এক বয়ানে বলেছিলেন, খাওয়ানো খুবই উত্তম কাজ।
অতিসত্বর উত্তর প্রধান করলে উপকৃত হব।